নন্দীগ্রাম: বাংলায় আবার বোমা ফেটে আক্রান্ত শৈশব। ছাগল আনতে গিয়ে বল ভেবে ফাটল বোমা। আহত এক বালক। উদ্ধার দুটি তাজা বোমা। নন্দীগ্রাম দু’নম্বর ব্লকের মনোহরপুর গ্রামে তেরপেখিয়া রেয়াপাড়া রাজ্য সড়কের ধারে বিস্ফোরণে চাঞ্চল্য ছড়াল। নন্দীগ্রামের দুই ব্লকের ঘটনায় ।
জানা যাচ্ছে, এই বোমা বিস্ফোরণের ফলে নন্দীগ্রামে আহত ১১ বছরের বালক। বাড়ির ছাগল ছানা মাঠে ছেড়ে এসেছিল ওই বালকের দাদু। দুপুরে জল খাওয়ানোর জন্য আবারও বাড়ি ফেরত আনতে গিয়েছিল ওই বালক। একটি ইটভাটার সামনে জল পাইপের নীচে বলের মতো কিছু একটা দেখতে পেয়েছিল বছর এগারোর বাচ্চাটা। পা দিয়ে সরাতে গেলেই ঘটে বিপত্তি। পা দেওয়ার সঙ্গে সঙ্গেই বোমাটি ফেটে যায়।
বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে বাচ্চাটি। পরবর্তী সময়ে পুলিশ গিয়ে আরও দুটি বোমা উদ্ধার করে। আহত বালককে রেয়াপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার জন্য।
ঘটনার তদন্ত শুরু করেছে নন্দীগ্রাম থানার পুলিশ। পুলিশ গিয়ে বাকি পড়ে থাকা বোমা দুটি উদ্ধার করে। সেগুলিকে নিষ্ক্রিয় করা হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের পূর্ববর্তী ও পরবর্তী পর্যায়ে রাজ্যে একাধিক জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একাধিকক্ষেত্রে আক্রান্ত হয়েছে শৈশব। রাজ্যে নির্বাচনের আবহ মিটেছে। তারপরও এই ধরনের ঘটনায় উদ্বিগ্ন প্রশাসনও।