Nandigram Clash: নারকেল গাছে পাতা কুড়োতে গিয়েছিলেন, মাথায় পড়ল ধারাল অস্ত্রের কোপ

Kanishka Maity | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 25, 2023 | 4:07 PM

Nandigram Clash: অভিযোগকারীদের বক্তব্য, তাঁদেরকে ধারাল চপার দিয়ে আঘাত করা হয়েছে, তাঁদের পরিবারের ৫ থেকে ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর ২ জন। আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নন্দীগ্রাম সুপার হাসপাতালে ভর্তি করা হয়েছে

Nandigram Clash: নারকেল গাছে পাতা কুড়োতে গিয়েছিলেন, মাথায় পড়ল ধারাল অস্ত্রের কোপ
নন্দীগ্রামে আহত ব্যক্তি
Image Credit source: TV9 Bangla

Follow Us

পূর্ব মেদিনীপুর: নারকেল গাছের শুকনো পাতা কুড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের ঝামেলা। তাতে রক্তারক্তিকাণ্ড। চপার দিয়ে হামলার অভিযোগ। নন্দীগ্রাম থানায় ইতিমধ্যেই  অভিযোগ দায়ের করা হয়েছে। আহতরা নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি।  পুলিশ ও  স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বয়ান দে রোডে একটি জমি বিবাদকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই দুই পরিবারের মধ্যে ঝামেলা চলছিল।

বিতর্কিত জায়গায় নারকেল গাছের শুকনো পাতা দুই পরিবারের দুই পক্ষই বুধবার সকালে কুড়াতে গিয়েছিল। সেখানেই ঝামেলা,  বাগ-বিতণ্ডার সৃষ্টি হয়। সেই ঝামেলা চরম পর্যায়ে পৌঁছে গেলে ধারাল অস্ত্র দিয়ে হামলা করার অভিযোগ ওঠে।

অভিযোগকারীদের বক্তব্য, তাঁদেরকে ধারাল চপার দিয়ে আঘাত করা হয়েছে, তাঁদের পরিবারের ৫ থেকে ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর ২ জন। আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নন্দীগ্রাম সুপার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা নন্দীগ্রাম থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন।

Next Article