হলদিয়া: পাড়ার কলের জল নিয়ে যে সমস্যার শুরু, তার সমাপতন বাড়িঘর ভাঙচুরে। দশমী পেরোতেই একাদশীর সকাল থেকেই শুরু ঝামেলা। লাগল রাজনীতির রং। গোষ্ঠীকোন্দলে জড়াল তৃণমূল। পূর্ব মেদিনীপুরের হলদিয়ার বিষ্ণুরামচকে ঘটনাটি ঘটেছে। বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে চলল হামলা. পাল্টা হামলা! গ্রামের একাধিক বাড়িঘরেও ভাঙচুর চলে। তৃণমূলের দু’পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন একাধিক।
পুজোর মধ্যেও শিল্প তালুক হলদিয়াতে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়াল।
জানা যাচ্ছে, হলদিয়ার বিষ্ণুরামচক এলাকায় পানীয় জলের টিউবওয়েলে কেউ বা কারা নোংরা আবর্জনা ফেলে দেন। তা থেকে ঘটনার সূত্রপাত। তার জেরে এলাকায় বেশ কয়েকটি কল এই পরিস্থিতির শিকার হওয়াতে বিপাকে পড়েন এলাকার মানুষ। এলাকার নেতৃত্বের তত্ত্বাবধানে পৌরসভার পানীয় জল গাড়ি পাঠানো হলেও সেই গাড়ি কার জায়গা দিয়ে যাবে তা নিয়েই শুরু হয় বচসা।
পরে সেই পরিস্থিতি এলাকার দুই অনুগামীদের দ্বন্দ্ব তৈরি হয়। প্রাক্তন জেলা সভাপতি দেবপ্রাসাদ মণ্ডল ও তমলুক সাংগঠনিক জেলার বর্তমান জেলা যুব সভাপতি অজগর আলির অনুগামী বলেই জানা যাচ্ছে। একে অপরের বাড়ি ভাঙচুর অনুগামীদের মারধর করারও অভিযোগ রয়েছে দুই পক্ষের মধ্যে। সমগ্ৰ ঘটনার তথ্য ইতিমধ্যে পুজোয় জেলায় আসা কুণাল ঘোষকেও জানানো হয় বলে জানা যাচ্ছে।
এই বিষ্ণুরামচক এলাকায় বিদ্যুৎ পৌঁছানোর জন্য তৃণমূল মুখপাত্র খুব চেষ্টা করেছিলেন এবং বিদ্যুৎ পৌঁছেও যায়। কিন্তু সেখানকার রাজনৈতিক নেতৃত্বের একাংশ জানিয়েছেন, ওই এলাকায় এখন ক্ষমতা দখলের লড়াই জারি রয়েছে।
ইতিমধ্যে সমগ্ৰ ঘটনা শীর্ষ স্তরের নেতৃত্বকে জানানো হয়েছে। গ্রামে পুলিশ টহল দিচ্ছে। তবে অষ্টমীতেও গ্রামের একাধিক বাড়িতে ভাঙচুর হয়ে বলে অভিযোগ উঠছে। সমগ্ৰ ঘটনা জানিয়ে হলদিয়া থানায় লিখিত ভাবে অভিযোগ দায়ের করা হয়েছে।