Cyclone Mocha: মোখাকে কোনও ‘মওকা’ দিতে নারাজ দিঘা, জোরকদমে চলছে প্রস্তুতি

Kanishka Maity | Edited By: সোমনাথ মিত্র

May 11, 2023 | 6:06 PM

Cyclone Mocha: দিঘায় নামল এনডিআরএফের টিম। ইতিমধ্যেই উপকূলবর্তী সমস্ত এলাকার জন্য মোখা ঝড়ের সর্তকতা জারি করা হয়েছে প্রশাসনের তরফে।

Cyclone Mocha: মোখাকে কোনও মওকা দিতে নারাজ দিঘা, জোরকদমে চলছে প্রস্তুতি
প্রতীকী ছবি

Follow Us

দিঘা: চাপানউতর চলছিল। ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ, শেষে তা পরিণত হয়েছিল গভীর নিম্নচাপে। অবশেষে বঙ্গোপসাগরে জন্ম হল ঘূর্ণিঝড় মোখার (Cyclone Mocha)। এদিন সকালেই অতি গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বাংলার জন্য বড়সড় দুর্যোগের পূর্বাভাস না থাকলেও ঘূর্ণিঝড়ের হাত থেকে বাঁচতে ইতিমধ্যেই বাংলার উপকূলবর্তী এলাকাগুলিতে শুরু হয়ে গিয়েছে জোরদার প্রচারাভিযান। 

দিঘায় (Digha) নামল এনডিআরএফের টিম। ইতিমধ্যেই উপকূলবর্তী সমস্ত এলাকার জন্য মোখা ঝড়ের সর্তকতা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। মাইকিং করে সতর্কতা মূলক প্রচার করছে এনডিআরএফ-র টিম। আগামী ১২ এবং ১৩ তারিখ ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা কথা রয়েছে বাংলাদেশের কক্সবাজারের দক্ষিণে। যদিও আগাম সতর্কতা হিসাবে দিঘায় আগত সকল পর্যটকদের সমুদ্রে নামার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে জেলা প্রশাসনের তরফে। মৎস্যজীবীদের এই দুদিন সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। 

বিপর্যয় মোকাবিলা দলের এই প্রচার টিমে উপকূলবর্তী গ্রামেও ঘুরে ঘুরে মাইকিং চালাবে বলে জানা যাচ্ছে। তিনটি গ্রুপের ছত্রিশ জন এন ডি আর এফ কর্মী নামানো হয়েছে। এদিকে বিগত কয়েকদিনে ফের বাংলায় বেড়েছে গরমের দাপট। গরমের হাত থেকে বাঁচতে অনেকেই ছুটছেন দিঘা-মন্দারমণিতে। দিঘাতে এখন পর্যটকদের রীতিমতো ভিড় রয়েছে। এদিকে হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, ঘূর্ণঝড় মোখার বর্তমান অবস্থান বাংলাদেশের কক্সবাজার থেকে প্রায় ১১০০ কিলোমিটার দূরে। কাল সকালের মধ্যে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে মোখা। তারপর এগোবে বাংলাদেশ-মায়ানমার উপকূলের দিকে। রবিবার দুপুরে কক্সবাজারের দক্ষিণে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। ল্যান্ডফলের সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১৭৫ কিলোমিটারে। আশার খবর একটাই, বাংলায় মোখার সরাসরি প্রভাব পড়বে না।

Next Article