নন্দীগ্রাম: ভোটের ফল ঘোষণা হতেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে হিংসার ঘটনা প্রকাশ্যে আসেছে। একদিকে যেমন ভাঙড় রয়েছে, তেমনই আবার উত্তপ্ত হয়েছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। গ্রাম পঞ্চায়েতে বিপুল পরিমাণে জয়ের পর ভেকুটিয়াতে তৃণমূল কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ উঠল বিজেপি-র বিরুদ্ধে।
মঙ্গলবার দুষ্কৃতীদের মারের জেরে গুরুতর জখম হন বেশ কয়েকজন তৃণমূল কর্মী। তাঁদেরকে নন্দীগ্রাম হাসপাতাল ও তমলুকে ভর্তি করানো হয়েছে। তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মী সমর্থকরা তাঁদের মেরেছে। যদিও, ঘটনার তরফে বিজেপির কোনও প্রতিক্রিয়া মেলেনি।
বস্তুত, এতদিন নন্দীগ্রামে তৃণমূল একচ্ছত্রভাবে আধিপত্য বজায় রেখেছিল। সেই সময় তাঁরা দীর্ঘদিন ধরে বিরোধীদের উপর অত্যাচার করেছে বলে দাবি বিজেপির। ওয়াকিবহালের মতে, এতদিন যে অত্যাচারের অভিযোগ উঠছিল শাসকদলের বিরুদ্ধে বর্তমানে বিরোধীরা মাথাচাড়া দিয়ে উঠতেই এখন রোষানলে পড়তে হচ্ছে তৃণমূলকে।