নন্দকুমার: পঞ্চায়েত ভোট হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় নতুন পঞ্চায়েত বোর্ড গঠন করলেও কয়েক জায়গায় টালবাহানা অব্যাহত। নন্দকুমার ব্লকের শীতলপুর পশ্চিম গ্রাম পঞ্চায়েত গঠনের জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত। সেখানে ২৮ নভেম্বর পঞ্চায়েত গঠনে শাসকদলের আবেদন খারিজ করল ডিভিশন বেঞ্চ।
বস্তুত, গত ১১ অগস্ট নন্দকুমার ব্লকের শীতলপুর পশ্চিম গ্রাম পঞ্চায়েতর বোর্ড গঠনের দিন সিপিএম প্রার্থী আবদুর জব্বারকে গ্রেফতার করে পুলিশ। সেই বিষয় নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ওই পঞ্চায়েতের মোট আসন ছিল ২৩ টি। তৃণমূল পেয়েছিল ১১ টি, সিপিএম ৫টি, বিজেপি ৫ টি এবং নির্দল ২ টি আসন পায়।
অভিযোগ ওঠে, ত্রিশঙ্খু গ্রাম পঞ্চায়েত নিজেদের দখলে রাখতে সিপিএম প্রার্থী আবদুর জব্বারকে গ্রেফতার করে পুলিশ। এরপর ১১ অগস্ট বোর্ড গঠনের দিন ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় ।তৃণমূল বোর্ড গঠন করলেও তা নিয়ে বিতর্ক ওঠে। হাইকোর্টের দ্বারস্থ হয় বিরোধীরা। বিচারপতি অমৃতা সিনহা দেন ছ’সপ্তাহের মধ্যে পুনরায় আবার নির্বাচন করে বোর্ড গঠন করতে হবে। আগামী ২৮ নভেম্বর বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে ফের বিতর্ক তৈরি হয়। তবে গত ২৫ নভেম্বর তৃণমূল ডিভিশন বেঞ্চে আবেদন করে বোর্ড গঠনের ক্ষেত্রে যাতে স্থগিতাদেশ দেওয়া হয়। এই কেসটি লড়েন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তৃণমূলের জয়ী ১১ প্রার্থীর আপিল খারিজ করে ডিভিশন বেঞ্চ। স্পষ্ট জানিয়ে দেয় আগামী ২৮ তারিখ নির্বাচন হবে। আগামী ৮ ডিসেম্বর এই মামলার অন্তিম শুনানি। যদিও বিষয়টি নিয়ে তৃণমূলের দাবি, ক্ষমতা দখলের জন্যে অগণতান্ত্রিক ভাবে কিছু করে না তৃণমূল।