নন্দীগ্রাম: একবার নয়, একাধিকবার বিরোধী দলগুলি অভিযোগ করেছে, একশো দিনের কাজ সহ একাধিক দুর্নীতির। আবার সেই অভিযোগ আরও একধাপ এগিয়ে নিয়ে দুর্নীতি নিয়ে অভিযোগ করলেন খোদ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক। গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তিনি। বিডিও-র অভিযোগের ভিত্তিতে জামিন অযোগ্য ধারায় মামলা শুরু করল নন্দীগ্রাম থানার পুলিশ।
নন্দীগ্রাম ১ ব্লকের দাউদপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। এই এলাকার পঞ্চায়েত প্রধান সামসুল ইসলাম। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। চলতি বছরের জানুয়ারিতে এই প্রধানের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই গ্রাম পঞ্চায়েতের ৩ পঞ্চায়েত সদস্য। অভিযোগ, ব্যাঙ্কে লাভজনক পদে চাকরি করার পরও প্রধানের পদ দখলে রেখেছেন পঞ্চায়েত প্রধান। জলের সাবমার্সিবিল পাম্প না বসিয়ে শুধুমাত্র কাজ সমাপ্তির বোর্ড লাগানো হয়েছে। শুধু তাই নয়, এলাকার সরকারি গাছ কেটে সেই টাকাও আত্মসাৎ করেছেন প্রধান।
অভিযোগকারীদের কথায়, দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়গুলি জানিয়েও ফল হয়নি। তাই আইনের দ্বারস্থ হতে হয়েছে। অভিযোগকারীদের আবেদনের মান্যতা দিয়েই কলকাতা হাইকোর্ট জেলা প্রশাসনকে বিভাগীয় তদন্ত করার নির্দেশ দেয়। এখানেই শেষ নয়, সঙ্গে আরও জানা যাচ্ছে, হাইকোর্টের নির্দেশ মতো জেলা প্রশাসনের তরফে প্রধানকে নোটিস দেওয়া হয়েছিল। গ্রাম পঞ্চায়েত প্রধান লিখিতভাবে তার উত্তর দিয়েছিলেন।
ব্লক প্রশাসনের তরফে তদন্ত রিপোর্ট হলদিয়া মহকুমাশাসকের কাছে জমা দেওয়া হয়। এরপর হলদিয়া মহকুমা শাসক ৬ এপ্রিল নন্দীগ্রাম থানাতে দাউদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সামসুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। নন্দীগ্রাম ১ বিডিও সুমিতা সেনগুপ্ত। তাঁর অভিযোগের ভিত্তিতে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে নন্দীগ্রাম থানা। জেলা পুলিশ সূত্রে খবর, মামলা শুরু হওয়ার পরই নোটিস দেওয়া হয় দাউদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে। দু’দিন পর শনিবার গ্রেফতার করা হয়েছে তাঁকে।
এই বিষয়ে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি প্রলয় পাল বলেন, “ওদের সম্বন্ধে যত কম বলা যায় ভাল। কারণ কাটমানি খেয়ে-খেয়ে অভ্যস্ত হয়ে গিয়েছে। ওরা তাই কাজ করার থেকে চুরি করতেই পটু। শুধু সামসুল ইসলাম কেন, বহু পঞ্চায়েতে চুরি হয়েছে কোটি-কোটি টাকা। আর একটা করে সামসুল তৈরি হয়েছে । ভারতীয় জনতা পার্টি এই সব দুর্নীতির প্রতিবাদ করে এবং দাবি জানায় প্রশাসনিক হস্তক্ষেপের।”
এদিকে, পুলিশ সূত্রে খবর, দাউদপুর গ্রামের প্রধানকে গ্রেফতারের জেরে অশান্তি ছড়ানোর আশঙ্কায় অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। আজ অভিযুক্তকে হলদিয়া কোর্টে তোলা হবে। তিন অভিযোগকারী আব্বাস বেগ, চন্দনা পণ্ডা, নাজমা খাতুন নিরাপত্তা হীনতায় ভুগছেন ও আতঙ্কিত হয়ে রয়েছেন।
আরও পড়ুন: West Bengal Weather Update: কলকাতার ভাগ্যে বৃষ্টি তো নেই! উল্টে এই সতর্কতা জারি করল হাওয়া অফিস