Pataspur: পটাশপুর কাণ্ডে গণপিটুনিতে মৃত্যু অভিযুক্তের, স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের

Kanishka Maity | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 06, 2024 | 5:36 PM

Pataspur: প্রসঙ্গত, রবিবার সকালে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে এক গৃহবধূকে নিগ্রহ করে খুনের অভিযোগ ওঠে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, অভিযুক্ত নির্যাতিতার প্রতিবেশী।  ওই গৃহবধূর ওপর প্রতিবেশী যুবকের দীর্ঘদিন ধরেই কুনজর ছিল।

Pataspur: পটাশপুর কাণ্ডে গণপিটুনিতে মৃত্যু অভিযুক্তের, স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের
পটাশপুরে স্বতঃপ্রণোদিত মামলা
Image Credit source: TV9 Bangla

Follow Us

পটাশপুর: পটাশপুরে গৃহবধূকে নিগ্রহ করে খুনের অভিযোগ। গণপিটুনিতে মৃত্যু হয় অভিযুক্তের। পটাশপুরের ঘটনায় এবার থানার পক্ষে একটি স্বতঃপ্রণোদিত গণপিটুনির মামলা রুজু করা হল।  অভিযুক্তের ছেলে জানিয়েছেন,  মারধর করার জন্য তারা লিখিতভাবে অভিযোগ করবে পরিবারের পক্ষে।

প্রসঙ্গত, রবিবার সকালে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে এক গৃহবধূকে নিগ্রহ করে খুনের অভিযোগ ওঠে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, অভিযুক্ত নির্যাতিতার প্রতিবেশী।  ওই গৃহবধূর ওপর প্রতিবেশী যুবকের দীর্ঘদিন ধরেই কুনজর ছিল। তাঁকে একাধিকবার আগে কুপ্রস্তাব দিয়েছিলেন বলেও অভিযোগ। ওই গৃহবধূ তাঁকে সতর্ক করেন। শনিবার নির্যাতিতার স্বামী বাড়িতে ছিলেন না। অভিযোগ, মহিলা বাড়িতে একা থাকার সুযোগে ঘরে ঢোকেন ওই যুবক। তাঁকে নিগ্রহের চেষ্টা করেন। প্রতিবেশীরা জানাচ্ছেন, বাধা পাওয়ায় মহিলাকে মারধর করা হয়। এরপর তাঁকে কীটনাশক খাইয়ে খুন করা হয় বলে অভিযোগ।

এরপর অভিযুক্তকে ধরে ফেলেন গ্রামবাসীরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্তকে ধরে ফেলে বেধড়ক মারধর শুরু করেন গ্রামবাসীরা। পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে এগরা হাসপাতালে নিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, হাসপাতালে মৃত্যু হয় অভিযুক্তের।

গ্রামবাসীদের বক্তব্য, অভিযুক্তের সঙ্গে তাঁর ভাইয়ের বউয়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। তাঁদেরকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেছিলেন মৃতা। সেই আক্রোশ থেকেই খুন কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Next Article