Ram Mandir in Digha: জগন্নাথ মন্দিরের পর এবার দিঘায় হবে রাম মন্দির?

Kanishka Maity | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 23, 2024 | 12:47 PM

Ram Mandir in Digha: কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, দিঘায় বহু ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটে। তাঁদের কথা ভেবেই রাম মন্দির তৈরি করা হোক। দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের ভারপ্রাপ্ত আধিকারিক সৌভিক ভট্টাচার্য বলেন, 'আমরা স্মারকলিপি গ্রহণ করেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।'

Ram Mandir in Digha: জগন্নাথ মন্দিরের পর এবার দিঘায় হবে রাম মন্দির?
দিঘা (ফাইল ছবি)
Image Credit source: TV9 Bangla

Follow Us

দিঘা: বাঙালি হাতের কাছে চলে আসছে ‘পুরী।’ সমুদ্র আর জগন্নাথের টানে আর ভিনরাজ্যে ছুটে যাওয়ার দরকার নেই। কিছুদিনের মধ্যেই দিঘার বুকে খুলে যাবে জগন্নাথ ধাম। সৈকত শহরে সেই মন্দিরের প্রস্তুতি তুঙ্গে। তবে শুধুই কি জগন্নাথ ধাম, নাকি দিঘায় এবার তৈরি হবে রাম মন্দিরও?

প্রশাসনের কাছে জমা পড়েছে রাম মন্দির তৈরির আবেদন। রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘায় যাতে রাম লালার মন্দির তৈরি করা হয়, সেই আবেদন জানানো হয়েছে।

ড: শ্যামাপ্রসাদ মুখার্জী ব্যবসায়ী কমিটি (দিঘা) ও সনাতনীবৃন্দের তরফ থেকে রাম মন্দির তৈরি আবেদন জানানো হয়েছে। বৃহস্পতিবার কমিটির সদস্যরা দিঘায় মিছিল করে ঘুরে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের কাছে একটি স্মারকলিপি জমা করেন।

কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, দিঘায় বহু ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটে। তাঁদের কথা ভেবেই রাম মন্দির তৈরি করা হোক। দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের ভারপ্রাপ্ত আধিকারিক সৌভিক ভট্টাচার্য বলেন, ‘আমরা স্মারকলিপি গ্রহণ করেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

বিজেপি নেতা তপন মাইতি বলেন, বহু পর্যটক আসেন দিঘায়। অনেকেই সমুদ্রে স্নান করার পর মন্দিরে যেতে চান। তাছাড়া দিঘা জুড়ে দুষ্কৃতী হানা বাড়ছে, পরিবেশ খারাপ হচ্ছে। তিনি চান, রাম মন্দির তৈরি হওয়ার পাশাপাশি মেডিটেশন সেন্টারও তৈরি হোক। সেই মন্দিরের জন্য ২ একর জমির জন্য আবেদন জানিয়েছে ওই কমিটি।

জেলা যুব তৃণমূল সভাপতি সুপ্রকাশ গিরি বলেন, আমি চাই আগে জগন্নাথ মন্দির তৈরি হোক। সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। রাম মন্দিরে আপত্তি নেই, তবে জগন্নাথ মন্দির তৈরি হওয়ার পর রাম মন্দিরের কথা ভাবা যাবে। এমনকী দিঘায় মসজিদ নির্মাণের দাবিও উঠেছে সম্প্রতি।

Next Article