ভোট মিটলেও রাজনৈতিক উত্তাপ বহাল সুতাহাটা, নন্দীগ্রামে

Apr 04, 2021 | 8:54 PM

বিজেপির (BJP) অভিযোগ, ভোটের দিন স্থানীয় মোহনপুর বুথে তাদের এজেন্টকে মারধর করা হয়েছিল। সুতাহাটা থানায় তা নিয়ে অভিযোগও করা হয়।

ভোট মিটলেও রাজনৈতিক উত্তাপ বহাল সুতাহাটা, নন্দীগ্রামে
ফাইল ছবি।

Follow Us

হলদিয়া: দ্বিতীয় দফার ভোট (West Bengal Assembly Election 2021) মিটলেও কমছে না রাজনৈতিক উত্তাপ। সুতাহাটা থানায় বিজেপির বিক্ষোভ ঘিরে উত্তপ্ত এলাকা। বিজেপির অভিযোগ, ভোটের দিন স্থানীয় মোহনপুর বুথে তাদের এজেন্টকে মারধর করা হয়েছিল। সুতাহাটা থানায় তা নিয়ে অভিযোগও করা হয়। কিন্তু ভোটের পর চারদিন কাটতে চললেও দুষ্কৃতীদের গ্রেফতার করা হয়নি। এদিকে দিনের আলোয় ঘুরে বেড়াচ্ছে তারা বলেই অভিযোগ। এরপরই পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে থানা ঘেরাও করেন বিজেপির কর্মীরা।

অন্যদিকে নন্দীগ্রামের বিজেপি কর্মীদের উপর হামলা অব্যাহত রয়েছে বলেও অভিযোগ বিজেপির। নন্দীগ্রামের বয়াল-১, বয়াল-২, তৃতীয় খণ্ড জলপাই, গোকুল নগর, ভেকুটিয়া-সহ বিভিন্ন এলাকায় রোজই রাজনৈতিক উত্তেজনা ছড়াচ্ছে বলে অভিযোগ। আতঙ্কে ঘর ছাড়ারও কথা ভাবছেন গ্রামবাসী।

আরও পড়ুন: ২ মে’র পর সায়নী ঘোষ কনডোমের দোকান খুলবেন; কটাক্ষ অগ্নিমিত্রার, ‘নিম্নমানের পলিটিশিয়ান’; পাল্টা একহাত সায়নীর

স্থানীয় বিজেপি নেতা পবিত্র করের দাবি, তৃণমূল ও পুলিশের যোগসাজশে এ ধরনের ঘটনা ঘটছে। অন্যদিকে তৃণমূলের দাবি, নিজেদের মধ্যে ঝামেলাকে তাদের ঘাড়ে ঠেলে দায় এড়াতে চাইছে গেরুয়া শিবির। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হলদিয়া) পার্থ ঘোষ বলেন, “ভোট পরবর্তী গোলমালের ঘটনায় আমরা নন্দীগ্রামের বয়াল-১, বয়াল-২, তৃতীয় খণ্ড জলপাই, গোকুল নগর, ভেকুটিয়া, মহম্মদপুর, আমদাবাদ-সহ বিভিন্ন জায়গা থেকে এখনও পর্যন্ত ১৪টি অভিযোগ পেয়েছি। এই ঘটনাগুলিতে যুক্ত থাকার সন্দেহে ১৪ জনকে গ্রেফতারও করা হয়েছে।”

Next Article