Municipal election 2022: বিক্ষুব্ধদের সংখ্যা কমলেও ‘পথের কাঁটা’ নির্দল, চিন্তায় সবুজ ও গেরুয়া শিবির

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 13, 2022 | 7:37 PM

Purba Medinipur Election: তৃণমূল সুপ্রিমো সাফ জানিয়েছিলেন দল থেকে যারা টিকিট না পেয়ে নির্দলে মনোনয়ন জমা দিয়েছেন তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

Follow Us

পূর্ব মেদিনীপুর: এই ঠিক কয়েকদিন আগের ঘটনা। প্রার্থী তালিকা নিয়ে শাসককের ঘরের আগুন নেমে এসেছে একদম রাস্তায়। যেদিন থেকে প্রার্থী তালিকা বেরিয়েছে সেদিন থেকে যেন গৃহদাহ লেগে গিয়েছিল ঘাসফুল শিবিরে। কারোর প্রার্থী পছন্দ হয়নি, কারোর আবার অভিযোগ যিনি দাঁড়িয়েছেন তাঁকে কেউ চেনেন না, কেউ তো বলছেন টিকিট পাওয়া প্রার্থী নাকি দুর্নীতির সঙ্গে যুক্ত। একাধিক অভিযোগ-অযুহাত দেখিয়ে পথে নেমেছিলেন কর্মীরা। আর যাঁরা টিকিট পেলেন না তাঁরা সোজা নাম লেখালেন নির্দলে। যদিও, তৃণমূল সুপ্রিমো সাফ জানিয়েছিলেন দল থেকে যারা টিকিট না পেয়ে নির্দলে মনোনয়ন জমা দিয়েছেন তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সেই কথাও কানে তোলেননি কিছু প্রার্থী। তবে জেলায় বিক্ষুব্ধদের সংখ্যা কমলেও তিন পৌরসভার নির্দল কাঁটা থাকছেই। ফলত চিন্তায় ,সবুজ ও গেরুয়া শিবির।

জানা গিয়েছে, দলের অনুরোধে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন তাম্রলিপ্ত পুরসভার ১০ নম্বার ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার রঞ্জিতা জানা ও তাঁর ছেলে কুশধ্বজ জানা। ভোটের টিকিট না পেয়েই ১০ নম্বর ওয়ার্ড থেকে এবার নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করেছিলেন তাঁরা। দলের অনুরোধে শনিবার প্রার্থীপদ প্রত্যাহার করে নেন। তবে ৪ নম্বর ওয়ার্ডের নির্দলপ্রার্থী হিসেবে এখনও লড়াই জারি রেখেছেন ওই ওয়ার্ডেরই প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ভানুপদ সাহা। দলীয় নির্দেশের পরও লড়াই থেকে সরে দাঁড়াননি তিনি। বিষয়টি দলের শৃঙ্খলারক্ষা কমিটিকে জানানো হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী সৌমেন মহাপাত্র।

এই বিষয়ে মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন, “আমাদের কুড়ি জন প্রার্থী মনোনয়ন দিয়েছিলেন। এর মধ্যে ১০ এবং চার নম্বর ওয়ার্ডের প্রার্থী নির্দলে মনোনয়ন দেন। তবে রঞ্জিতা জানা তৃণমূলের অনুগত সৈনিক। কোনও কারণে করেছিলেন। পরে প্রত্যাহারও করে নেন। কিন্তু ৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি। এই ব্যাপারটি আমরা দলের শৃঙ্খলারক্ষা কমিটিকে জানাব। তারাই ব্যবস্থা নেবেন।”

পূর্ব মেদিনীপুরের পুর সভার চিত্র এক নজরে:

তাম্রলিপ্ত পুরসভা

মোট ওয়ার্ড ২০টি

তৃণমূল -২০ জন

বিজেপি-২০ জন

সিপিএম-১৪ জন

কংগ্রেস-৩ জন

এস ইউ সি আই-৬ জন

সিপিআই-৩ জন
নির্দলে- সবুজ ও গেরুয়া মিলিয়ে ১২ জন ছিলেন। বর্তমানে ৪ জন রয়েছেন।

এগরা পৌর সভার চিত্র

মোট ওয়ার্ড ১৪টি

তৃণমূল-১৪ জন,

বিজেপি-১৪ জন,

বামফ্রন্ট-১১জন,

সহ যোগী কংগ্রেস-৩ জন,

এস ইউ সি-১ জন,

এন সি পি-২ জন,

নির্দল ছিলেন ৬ জন। বর্তমান -৩ জন

কাঁথি পৌরসভা

মোট ওয়ার্ড-২১টি,

তৃণমূল-২১ জন,

বিজেপি-২১ জন,

বামফ্রন্ট-২০জন,

কংগ্রেস-১১ জন,

এস ইউ সি-১জন,

নির্দল ছিলেন ১০ জন। বর্তমানে হলেন ৮ জন প্রার্থী।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

পূর্ব মেদিনীপুর: এই ঠিক কয়েকদিন আগের ঘটনা। প্রার্থী তালিকা নিয়ে শাসককের ঘরের আগুন নেমে এসেছে একদম রাস্তায়। যেদিন থেকে প্রার্থী তালিকা বেরিয়েছে সেদিন থেকে যেন গৃহদাহ লেগে গিয়েছিল ঘাসফুল শিবিরে। কারোর প্রার্থী পছন্দ হয়নি, কারোর আবার অভিযোগ যিনি দাঁড়িয়েছেন তাঁকে কেউ চেনেন না, কেউ তো বলছেন টিকিট পাওয়া প্রার্থী নাকি দুর্নীতির সঙ্গে যুক্ত। একাধিক অভিযোগ-অযুহাত দেখিয়ে পথে নেমেছিলেন কর্মীরা। আর যাঁরা টিকিট পেলেন না তাঁরা সোজা নাম লেখালেন নির্দলে। যদিও, তৃণমূল সুপ্রিমো সাফ জানিয়েছিলেন দল থেকে যারা টিকিট না পেয়ে নির্দলে মনোনয়ন জমা দিয়েছেন তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সেই কথাও কানে তোলেননি কিছু প্রার্থী। তবে জেলায় বিক্ষুব্ধদের সংখ্যা কমলেও তিন পৌরসভার নির্দল কাঁটা থাকছেই। ফলত চিন্তায় ,সবুজ ও গেরুয়া শিবির।

জানা গিয়েছে, দলের অনুরোধে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন তাম্রলিপ্ত পুরসভার ১০ নম্বার ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার রঞ্জিতা জানা ও তাঁর ছেলে কুশধ্বজ জানা। ভোটের টিকিট না পেয়েই ১০ নম্বর ওয়ার্ড থেকে এবার নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করেছিলেন তাঁরা। দলের অনুরোধে শনিবার প্রার্থীপদ প্রত্যাহার করে নেন। তবে ৪ নম্বর ওয়ার্ডের নির্দলপ্রার্থী হিসেবে এখনও লড়াই জারি রেখেছেন ওই ওয়ার্ডেরই প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ভানুপদ সাহা। দলীয় নির্দেশের পরও লড়াই থেকে সরে দাঁড়াননি তিনি। বিষয়টি দলের শৃঙ্খলারক্ষা কমিটিকে জানানো হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী সৌমেন মহাপাত্র।

এই বিষয়ে মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন, “আমাদের কুড়ি জন প্রার্থী মনোনয়ন দিয়েছিলেন। এর মধ্যে ১০ এবং চার নম্বর ওয়ার্ডের প্রার্থী নির্দলে মনোনয়ন দেন। তবে রঞ্জিতা জানা তৃণমূলের অনুগত সৈনিক। কোনও কারণে করেছিলেন। পরে প্রত্যাহারও করে নেন। কিন্তু ৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি। এই ব্যাপারটি আমরা দলের শৃঙ্খলারক্ষা কমিটিকে জানাব। তারাই ব্যবস্থা নেবেন।”

পূর্ব মেদিনীপুরের পুর সভার চিত্র এক নজরে:

তাম্রলিপ্ত পুরসভা

মোট ওয়ার্ড ২০টি

তৃণমূল -২০ জন

বিজেপি-২০ জন

সিপিএম-১৪ জন

কংগ্রেস-৩ জন

এস ইউ সি আই-৬ জন

সিপিআই-৩ জন
নির্দলে- সবুজ ও গেরুয়া মিলিয়ে ১২ জন ছিলেন। বর্তমানে ৪ জন রয়েছেন।

এগরা পৌর সভার চিত্র

মোট ওয়ার্ড ১৪টি

তৃণমূল-১৪ জন,

বিজেপি-১৪ জন,

বামফ্রন্ট-১১জন,

সহ যোগী কংগ্রেস-৩ জন,

এস ইউ সি-১ জন,

এন সি পি-২ জন,

নির্দল ছিলেন ৬ জন। বর্তমান -৩ জন

কাঁথি পৌরসভা

মোট ওয়ার্ড-২১টি,

তৃণমূল-২১ জন,

বিজেপি-২১ জন,

বামফ্রন্ট-২০জন,

কংগ্রেস-১১ জন,

এস ইউ সি-১জন,

নির্দল ছিলেন ১০ জন। বর্তমানে হলেন ৮ জন প্রার্থী।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

Next Article