সামান্য বৃষ্টিতে উঠোনে কাজ সেরে নিতে চেয়েছিলেন, বজ্রঘাতে মৃত্যু গৃহবধূর

May 23, 2021 | 7:46 AM

ড়ির উঠোনে কাজ করছিলেন। আচমকাই বজ্রপাত। ঝলসে মৃত্যু হল গৃহবধূর। মর্মান্তিক ঘটনা পূর্ব মেদিনীপুরের (Purbo Medinipur) ভগবানপুরের হিঞ্জাগেড়িয়া গ্রামে।

সামান্য বৃষ্টিতে উঠোনে কাজ সেরে নিতে চেয়েছিলেন, বজ্রঘাতে মৃত্যু গৃহবধূর
নিজস্ব চিত্র

Follow Us

পূর্ব মেদিনীপুর: বাড়ির উঠোনে কাজ করছিলেন। আচমকাই বজ্রপাত। ঝলসে মৃত্যু হল গৃহবধূর। মর্মান্তিক ঘটনা পূর্ব মেদিনীপুরের (Purbo Medinipur) ভগবানপুরের হিঞ্জাগেড়িয়া গ্রামে। মৃতের নাম চন্দনা দাস (৩৬)।

শনিবার সন্ধ্যায় ভগবানপুরে ঝড় বৃষ্টি শুরু হয়। বজ্রপাতও হতে থাকে। সে সময় বাড়ির উঠোনে কাজ করছিলেন চন্দনা। বজ্রঘাতে আহত হন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ভগবানপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

এদিকে, উত্তর ভারতে তওতের তাণ্ডব শেষ হতে না হতেই পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে ইয়াস। আবহাওয়াবিদরা মনে করছেন, আমফান কিংবা আয়লার চেয়েও শক্তিশালী হতে পারে ইয়াস। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ২৪ তারিখের আগে নিম্নচাপ চেহারা নেবে সাইক্লোনের। ২৪ তারিখের পর ঝড় চেহারা নেবে সিভিয়ার সাইক্লোনের।

আরও পড়ুন: দিনভর টানাপোড়েনের শেষ, প্রেসিডেন্সি জেল থেকে গোলপার্কের বাড়িতে ‘গৃহবন্দি’ শোভন

উল্লেখ্য, গত বছরই ঘূর্ণিঝড় আমফান বয়ে গিয়েছিল ঘণ্টায় ১৩৩ কিলোমিটার বেগে। ২০০৯ সালে আয়লার সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার। ইয়াস এবার কেমন দাপট দেখাবে, প্রহর গুনছে বাংলা।

Next Article