Purbo Medinipur: গ্রাম পঞ্চায়েতের সমবায় সমিতিতে জয় পেল TMC

Kanishka Maity | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 17, 2025 | 9:05 PM

Purbo Medinipur: শুক্রবার অনুষ্ঠিত সমবায় সমিতির নির্বাচনে সমিতির পরিচালন কমিটির ১২ টি আসনের মধ্যে ৭টি আসনে তৃণমূল ও ৫ টি আসনে বিজেপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছে।

Purbo Medinipur: গ্রাম পঞ্চায়েতের সমবায় সমিতিতে জয় পেল TMC
জয় পেল তৃণমূল
Image Credit source: TV9 Bangla

Follow Us

পূর্ব মেদিনীপুর: বিজেপির দখলে থাকা গ্রাম পঞ্চায়েতের সমবায় সমিতিতে জয় পেল তৃণমূল। শুক্রবার অনুষ্ঠিত চকপান সাহাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন কমিটির নির্বাচনে জয় পেল তৃণমূল সমর্থিত প্রার্থীরা। এবারের পঞ্চায়েত নির্বাচনে এগরা ১ ব্লকের সাহাড়া গ্রাম পঞ্চায়েতে জয় পেয়েছে বিজেপি। কিন্তু শুক্রবার অনুষ্ঠিত সমবায় সমিতির নির্বাচনে সমিতির পরিচালন কমিটির ১২ টি আসনের মধ্যে ৭টি আসনে তৃণমূল ও ৫ টি আসনে বিজেপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছে।

সমিতির নাম চকপান সাহারা সমবায় কৃষি উন্নয়ন সমিতির মোট ভোটার — ৭৭০ জন। আর পোল হয়েছে — ৬৮৯টি এদিন। এদিনের জয় প্রসঙ্গে এগরার বিধায়ক তরুণ মাইতি বলেন,  “যে ৪ টি বুথ নিয়ে এই সমবায় সমিতি সেই সব বুথে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি জয়লাভ করেছিল। সে কারণে এই লড়াইটা আমাদের কাছে কঠিন ছিল । তবু মানুষ আমাদের সঙ্গে আছে এই জয় তার প্রমাণ ।” যদিও এই সমবায় জয় নিয়ে বিজেপির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

Next Article