Akhil Giri: ইস্তফার পরই নীলবাতির গাড়ি উধাও অখিলের বাড়ির সামনে থেকে

Kanishka Maity | Edited By: সায়নী জোয়ারদার

Aug 04, 2024 | 8:16 PM

Akhil Giri: কাঁথির ১৬ নম্বর ওয়ার্ডে আঠিলাগড়ি এলাকায় অখিল গিরির বাড়ির সামনে থেকে দুধসাদা সরকারি গাড়িটি উধাও। অথচ নীলবাতির গাড়িটি দিনভর অখিল গিরির বাড়ির সামনেই দাঁড়িয়ে থাকে। সূত্রের খবর, সরকারি গাড়ির চালক গাড়িটি নিয়ে চলে যান। রবিবার দফতর বন্ধ, তাই সোমবার দফতরে তা বুঝিয়ে দেবেন।

Akhil Giri: ইস্তফার পরই নীলবাতির গাড়ি উধাও অখিলের বাড়ির সামনে থেকে
অখিল গিরি।
Image Credit source: TV9 Bangla

Follow Us

পূর্ব মেদিনীপুর: ২৪ ঘণ্টার মধ্যেই তোলপাড়। মন্ত্রিত্ব ছাড়লেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। ইমেল মারফত ইস্তফার কথা রবিবারই জানিয়ে দিয়েছেন। আর ইস্তফা দেওয়ার পরই ছাড়লেন সরকারি গাড়িও। মহিলা রেঞ্জারকে অকথ্য ভাষায় গালাগালের পাশাপাশি হুমকি দিয়ে বিতর্কে জড়ান রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি। দল স্পষ্ট জানিয়ে দেয়, কোনওভাবেই এই আচরণ রেয়াত করা হবে না। সূত্রের খবর, সুব্রক বক্সী জানিয়ে দেন, অখিল গিরিকে পদত্যাগ করতে হবে এবং ওই মহিলা আধিকারিকের কাছে ক্ষমা চাইতে হবে।

এরপরই অখিল প্রকাশ্যে ঘোষণা করেন মন্ত্রিত্ব তিনি ছেড়ে দেবেন। তবে ক্ষমা চাইবেন না। বিরোধীদের বক্তব্য, একজন মহিলাকে প্রকাশ্যে নোংরাভাবে আক্রমণ করার পরও দম্ভ এতটুকুও কমেনি রামনগরের তৃণমূল নেতার। এদিনই বিকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিল বলেন, “আমার রাজনৈতিক জীবনে কোনওদিন আধিকারিকের কাছে ক্ষমা চাইনি। আমার ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই ওঠে না।”

এরপরই জানা যায়, অখিল গিরি ইমেল মারফত নিজের পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন। সোমবার পদত্যাগের ‘হার্ড কপি’ মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবেন। কিছুপরেই দেখা যায় কাঁথির ১৬ নম্বর ওয়ার্ডে আঠিলাগড়ি এলাকায় অখিল গিরির বাড়ির সামনে থেকে দুধসাদা সরকারি গাড়িটি উধাও। অথচ নীলবাতির গাড়িটি দিনভর অখিল গিরির বাড়ির সামনেই দাঁড়িয়ে থাকে। সূত্রের খবর, সরকারি গাড়ির চালক গাড়িটি নিয়ে চলে যান। রবিবার দফতর বন্ধ, তাই সোমবার দফতরে তা বুঝিয়ে দেবেন।

Next Article