Liquor Sell in Christmas: ২ দিনে ৯ কোটি! বড়দিনে রেকর্ড মদ বিক্রি দিঘা-মন্দারমণি-তাজপুরে

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Dec 27, 2023 | 7:08 PM

কলকাতার পার্ক স্ট্রিট হোক, দিঘা-মন্দারমণি। সর্বত্রই দেখা মিলেছে সেলিব্রেশনের আমেজ। সেলিব্রেশনে বঙ্গবাসীর অন্যতম সঙ্গী ছিল সুরা। তা বলে দিচ্ছে পরিসংখ্যান। বড় দিনে কেবল পূর্ব মেদিনীপুরের জেলা ২ দিনে বিক্রি হয়েছে ৯ কোটি টাকার মদ। যার অধিকাংশই সে জেলার সৈকতের পর্যটন স্থানে।

Liquor Sell in Christmas: ২ দিনে ৯ কোটি! বড়দিনে রেকর্ড মদ বিক্রি দিঘা-মন্দারমণি-তাজপুরে
প্রতীকী ছবি
Image Credit source: Twitter

Follow Us

দিঘা: বড়দিন উপলক্ষ্যে উৎসবে মেতেছে বঙ্গবাসী। কলকাতার পার্ক স্ট্রিট হোক, দিঘা-মন্দারমণি। সর্বত্রই দেখা মিলেছে সেলিব্রেশনের আমেজ। সেলিব্রেশনে বঙ্গবাসীর অন্যতম সঙ্গী ছিল সুরা। তা বলে দিচ্ছে পরিসংখ্যান। বড় দিনে কেবল পূর্ব মেদিনীপুরের জেলা ২ দিনে বিক্রি হয়েছে ৯ কোটি টাকার মদ। যার অধিকাংশই সে জেলার সৈকতের পর্যটন স্থানে। ২৩ ডিসেম্বর থেকেই দিঘা-মন্দারমণি-তাজপুরে ভিড় জমতে শুরু হয়েছিল পর্যটকদের। ২৫ ডিসেম্বর তা চরমে ওঠে। বিপুল সংখ্যক পর্যটকদের আগমনে মদ বিক্রিও মাত্রাছাড়া হয়েছে। এর সঙ্গে পিকনিক তো রয়েইছে। এর জেরে লক্ষ্মীলাভ হল আবগারি দফতরের।

বড়দিন উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলায় দু’দিনে ৯ কোটি ২১ লক্ষ টাকার মদ বিক্রি হল। সৈকত শহরে বিপুল সংখ্যক পর্যটক আসায় কোষাগার ভরেছে আবগারি দফতরের। আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, দিঘা , মন্দারমণি, তাজপুর ছাড়াও পাঁশকুড়া, তমলুক, হলদিয়া এবং ময়নায় ভালো পরিমাণ মদ বিক্রি হয়েছে। পিকনিক পার্টিতে যথেচ্ছ সুরা পান হয়েছে বলে জানা যাচ্ছে।

আবগারি সূত্র বলছে, ২৪ ডিসেম্বর ৪ কোটি ৫৫ লক্ষ ৮৮ হাজার টাকার মদ বিক্রি হয়েছে। ২৫ ডিসেম্বর অর্থাৎ বড়দিনে বিক্রির পরিমাণ ৪ কোটি ৬৬ লক্ষ টাকা। অন্য কোনও জেলায় বড়দিনে এত বেশি টাকার মদ বিক্রি হয়নি। সেদিক থেকে পূর্ব মেদিনীপুরই শীর্ষে রয়েছে।

বড়দিন এবং ইংরেজি নতুন বর্ষ উপলক্ষে প্রতি বছরই তুঙ্গে থাকে মদের চাহিদা। তাই এ বার জেলা প্রশাসন ডিসেম্বর মাসে অবৈধ মদের বিরুদ্ধে বিশেষ অভিযানে নেমেছিল। সেই মতো পাঁশকুড়া, কোলাঘাট, ময়না, তমলুক, এগরা এবং দিঘায় টানা অভিযান চালানো হয়েছে। শুধুমাত্র ডিসেম্বর মাসেই আবগারি দপ্তর মোট ২১ জনকে গ্রেফতার করেছে। অবৈধ মদ বিক্রি ও কারবারে জড়িত থাকার অভিযোগ তাঁদের গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে ৫ হাজার ৮৭৪ লিটার বেআইনি মদ বাজেয়াপ্ত করা হয়। জেলায় স্পেশাল ড্রাইভ চালানোয় ডিসেম্বর মাসে বেআইনি মদের কারবারে অনেকটাই রাশ টানা গিয়েছে বলেই জানা যাচ্ছে। তারই সেই ফলে এই দু’দিনে প্রায় ৯ কোটি টাকার মদ বিক্রি হয়েছে।

২৫ ডিসেম্বর পেরিয়ে গেলেও দিঘায় পর্যটকদের ভিড় লেগেই রয়েছে। ১ জানুয়ারিতেও তা বজায় থাকবে। আগামী কয়েক দিন মদ বিক্রি তাই ধারাবাহিকভাবে বেশি থাকবে বলে জানা গিয়েছে। ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি তা চরমে উঠতে পারে বলে আশা আবগারি দফতরের। নতুন বছরের শুরুতেই মদ বিক্রিতে নতুন রেকর্ডের আশাও করছে আবগারি দফতর।

Next Article