Purba Medinipur Accident: নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ উল্টে গেল যাত্রী বোঝাই বাস, শনিবারের সকাল বেলায় অঘটন

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 16, 2022 | 2:25 PM

Purba Medinipur Accident: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে বেলদা থেকে ওই যাত্রীবাহী বাসটি কাঁথির উদ্দেশে রওনা দেয়।

Purba Medinipur Accident: নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ উল্টে গেল যাত্রী বোঝাই বাস, শনিবারের সকাল বেলায় অঘটন
উল্টে গেল যাত্রী বোঝাই বাস (নিজস্ব ছবি)

Follow Us

পূর্ব মেদিনীপুর: কাঁথি-বেলদা রাজ্য সড়কে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ওই রাজ্য সড়কের এগরা থানার কৌড়দা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। এই ঘটনায় বাসের বহু যাত্রী জখম হয়েছেন। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের প্রত্যেককেই ভর্তি করা হয়েছে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে। এদিকে, ঘটনার পর থেকেই পলাতক দুর্ঘটনাগ্রস্ত বাসটির চালক। কীভাবে ঘটনাটি ঘটলো তা জানতে তদন্ত শুরু করেছে এগরা থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে বেলদা থেকে ওই যাত্রীবাহী বাসটি কাঁথির উদ্দেশে রওনা দেয়। সকাল আটটা নাগাদ গাড়িটি এগরা কৌড়দা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়। সেখানে হঠাৎই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নেমে যায় নয়ানজুলিতে। দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে জখম হন বহু যাত্রী। এদিকে, দুর্ঘটনার বিষয়টি দেখে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাদের উদ্যোগেই শুরু হয় উদ্ধারকাজ।

এর কিছুক্ষণ বাদে ঘটনাস্থলে এসে পৌঁছায় এগরা থানার পুলিশ। উদ্ধারের পর আহত যাত্রীদের পাঠানো হয় নিকটবর্তী এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় জখম যাত্রীদের মধ্যে কয়েকজনের চোখ গুরুতর। আশঙ্কাজনক অবস্থায় তারা চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে। অন্যদিকে, যাত্রীদের উদ্ধার করার পর নয়ানজুলি থেকে দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে উদ্ধার করে পুলিশ। কীভাবে ঘটনাটি ঘটলো তা জানতে তদন্ত শুরু করেছে এগরা থানা।

আরও পড়ুন: Jalpaiguri: আসছে কবিগুরুর জন্মদিন, চিরস্মরণীয় করতে ১৬০ ফুট লম্বা ক্যানভাসে ছবি আঁকলেন শিল্পীরা

আরও পড়ুন: Howrah Police Man Death: যাচ্ছিলেন ডিউটিতে যোগ দিতে, সেকেন্ডেই পিষে শেষ হয়ে গেল পুলিশ কর্মীর জীবন

Next Article