Digha: দিঘার হোটেলে থাকতে গেলে পোর্টালে উঠে যাবে সব তথ্য, নতুন বছরেই চালু হচ্ছে নিয়মের লম্বা তালিকা

Kanishka Maity | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 31, 2024 | 11:56 AM

Digha: গত এপ্রিল মাসে দিঘার হোটেল থেকে দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়, যারা বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ। আধার কার্ডে নাম পরিবর্তন করে লুকিয়ে ছিলেন তাঁরা।

Digha: দিঘার হোটেলে থাকতে গেলে পোর্টালে উঠে যাবে সব তথ্য, নতুন বছরেই চালু হচ্ছে নিয়মের লম্বা তালিকা
ফাইল ছবি
Image Credit source: PTI

Follow Us

দিঘা: বর্ষশেষ আর নতুন বছর শুরুর এই কয়েকটা দিন দিঘা একেবারে জমজমাট। হোটেলে হোটেলে থাকছে বিনোদনের অফুরন্ত ব্যবস্থা। ভিড়ও বাড়তে শুরু করেছে ইতিমধ্যেই। এরই মধ্যে হোটেলগুলির জন্য চালু হল একগুচ্ছ নিয়মাবলী। পর্যটকদের আরও ভাল পরিষেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর ‘দিঘা, শঙ্করপুর উন্নয়ন পর্ষদ’ ও দিঘার হোটেল অ্যাসোসিয়েশনগুলি। নতুন বছরে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ও সব হোটেল সংগঠনের যৌথ আলোচনায় নতুন নিয়ম চালু হচ্ছে।

কী কী নিয়ম চালু হচ্ছে-

১. হোটেলের বর্জ্য রাস্তা বা নালা-নর্দমায় ফেললে ১০,০০০ টাকা জরিমানা দিতে হবে, আইনি পদক্ষেপও করা হবে।

২. DSDA থেকে ২ টি করে ডাস্টবিন দেওয়া হবে। একটিতে তরল বর্জ্য ও অপরটিতে কঠিন বর্জ্য ফেলতে হবে। প্রতিদিন DSDA-র বর্জ্যবাহী গাড়িতেই ফেলতে হবে ডাস্টবিনের ময়লা। গাড়ি না এলে ফোন করতে হবে সংশ্লিষ্ট নম্বরে। সেই নম্বরও দিয়ে দেওয়া হয়েছে।

৩. পর্যটকদের নথি যাচাই করা বাধ্যতামূলক। ‘স্বাগত’ পোর্টালে পর্যটকদের সম্পর্কে তথ্য আপলোড করতে হবে।

৪. কোনও পর্যটককে নিয়ে সন্দেহ হলে, সেই বিষয়ে পুলিশকে জানাতে হবে। প্রয়োজনে সচিত্র পরিচয় পত্র খতিয়ে দেখতে হবে।

৫. ট্যুরিস্ট সিভিক অ্যামেনিটিস চার্জ (TCAC) রেজিস্টার অনুযায়ী দিতে হবে হোটেলগুলিকে। স্বাগত পোর্টালের মাধ্যমে দিতে হবে ওই চার্জ।

উল্লেখ্য, গত এপ্রিল মাসে দিঘার হোটেল থেকে দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়, যারা বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ। আধার কার্ডে নাম পরিবর্তন করে লুকিয়ে ছিলেন তাঁরা। পর্যটকদের মতো একটি ঘর ভাড়া নিয়ে থাকছিলেন তাঁরা। পরে তাঁদের গ্রেফতার করা হয়। তারপর থেকেই দিঘায় বেড়েছে নিরাপত্তার বহর।

Next Article