Kanthi: ‘আমেরিকার পুলিশ দিয়ে ভোট করান’, কেন পরামর্শ দিলেন তৃণমূল নেতা?

Kanishka Maity | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 30, 2024 | 10:29 PM

Kanthi Samabay Election: বস্তুত, বেশ কয়েকদিন ধরেই অচলাবস্থা চলছিল কাঁথি কোপারেটিভ ব্যাঙ্কের নির্বাচনে। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের ভোট পর্ব শুরু হয়। অভিযোগ ওঠে, ভোটার লিস্টে মৃত ভোটার বাদ দেওয়া ,কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী, সিসিটিভির নজরদারীতে ভোট করার দাবি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়।

Kanthi: আমেরিকার পুলিশ দিয়ে ভোট করান, কেন পরামর্শ দিলেন তৃণমূল নেতা?
সুপ্রকাশ গিরি ও শুভেন্দু অধিকারী
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কাঁথি: সদ্যই পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে সমাপ্ত হয়েছে সমবায় নির্বাচন। সেখানে বিপুল ভোটে জয়ী হয়েছে শাসকদল তৃণমূল। এবার কাঁথির কোপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের নির্বাচন ঘিরে বিজেপি ও তৃণমূলের মধ্যে ‘তু-তু ম্যায়-ম্যায়’। ভোটে লুট ও ছাপ্পার অভিযোগ করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি কটাক্ষ করলেন বিজেপি নেতাকে। বললেন, আমেরিকার পুলিশ দিয়ে ভোট করাক বিজেপি।

বস্তুত, বেশ কয়েকদিন ধরেই অচলাবস্থা চলছিল কাঁথি কোপারেটিভ ব্যাঙ্কের নির্বাচন নিয়ে। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশে ভোট পর্ব শুরু হয়। এরপর এর জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। ভোটার লিস্টে মৃত ভোটারদের বাদ দেওয়া, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী, সিসিটিভির নজরদারীতে ভোট করার দাবি জানিয়ে দেশের সর্বোচ্চ আদালতে মামলা হয়। শেষে সুপ্রিম নির্দেশ হয় ভোট। তবে সেই ভোটেও ভোট লুট, বহিরাগতদের নিয়ে হামলা,ছাপ্পা ভোট,রেজিস্ট্রার স্বাক্ষর বিনা ভোট হয়েছে বলে অভিযোগ তোলেন বিরোধী দল নেতা। এরপর এগরার বাসিন্দা শঙ্কর বেরা নামে এক ব্যক্তি নতুন করে একটি মামলা করে কলকাতা হাইকোর্টে।

এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “যেভাবে ভোট লুট হয়েছে দেখবেন এই ভোটটা অবৈধ। ভোটটা বাতিল হবেই।” আর শুভেন্দু বাবুর অভিযোগ নিয়ে তীব্র আক্রমণ করলেন কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি। তিনি বলেন, “কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করেও যদি বলেন ভোট লুট, তা হলে আমেরিকার পুলিশ আনতে হবে নির্বাচন করতে। আর আমরা যদি ভোট লুট করেছি তা হলে বিভিন্ন জায়গায় বিজেপির লোকজন জিতলো কী করে ?”

 

Next Article