AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Security in Digha: একদিনেই যেন চেহারাটাই বদলে গেল! আচমকা দিঘায় ৩০ শতাংশ বেড়ে গেল নিরাপত্তা

Digha: প্রায় ৩০ শতাংশ বেড়ে গেল দিঘার নিরাপত্তা। পুরোদমে কার্যকর রয়েছে ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর। মন্দিরে আগত সমস্ত দর্শনার্থীদেরও পুরোদমে তল্লাশি চলছে। তল্লাশি মন্দিরের সমস্ত প্রবেশদ্বারে। মূল গেট ও ৬ নম্বর গেটে এক্স-রে ব্যাগেজ স্ক্যানার চালু রয়েছে।

Security in Digha: একদিনেই যেন চেহারাটাই বদলে গেল! আচমকা দিঘায় ৩০ শতাংশ বেড়ে গেল নিরাপত্তা
তৎপর পুলিশ Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Nov 13, 2025 | 3:34 PM
Share

দিঘা: দিল্লি বিস্ফোরণের জেরে তোলপাড় চলছে গোটা দেশেই। নড়েচড়ে বসেছে সরকার। একাধিক বড় শহরে জারি হয়েছিল হাই অ্যালার্ট। এরইমধ্যে এবার আলাদা করে নিরাপত্তায় জোর দেওয়া হল বাংলার সৈকত শহর দিঘায়। ব্যাপক তৎপরতা পুলিশ মহলে। নিরাপত্তা বাড়ল প্রায় ৩০ শতাংশ। বিশেষ জোর দেওয়া হল দিঘা জগন্নাথ ধাম ও সংস্কৃতি কেন্দ্রের নিরাপত্তায়। নিরাপত্তায় জোর দেওয়া হল সমুদ্র সৈকতেও।

বৃহস্পতিবার মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখলেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। তাঁর সঙ্গেই ছিলেন গ্রামীণ কাঁথির অতিরিক্ত পুলিশ সুপার শুভেন্দ্র কুমার, ডিএসপি ডি অ্যান্ড টি এবং অন্যান্য পদস্থ আধিকারিকরা। আলাদা করে কথা বলা হয় মন্দির চত্বরের সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন থাকা নিরাপত্তা কর্মীদের সঙ্গে। গোটা মন্দিরের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বিস্তারিতভাবে তাঁদের অবহিত করা হয়। 

পুরোদমে কার্যকর রয়েছে ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর। মন্দিরে আগত সমস্ত দর্শনার্থীদেরও পুরোদমে তল্লাশি চলছে। তল্লাশি মন্দিরের সমস্ত প্রবেশদ্বারে। মূল গেট ও ৬ নম্বর গেটে এক্স-রে ব্যাগেজ স্ক্যানার চালু রয়েছে। কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলায়, কোনও জরুরি পরিস্থিতির জন্য সদা প্রস্তুত রয়েছে কুইক রেসপন্স টিম। মন্দির চত্বর মোড়া রয়েছে সিসিটিভি-তেও। তাই সেই সব ফুটজেও সর্বদাই পরীক্ষা করে দেখা হচ্ছে। শুধুমাত্র মন্দির চত্বর নয়, দিঘা-ওড়িশা নাকা সীমান্তেও সর্বক্ষণের নজরদারি চলছে। একইসঙ্গে জলপথেও যাতে শত্রুতা কোনওভাবেই নাক না গলাতে পারে সে জন্যও চলছে নজরদারি। সমুদ্র সৈকতে অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়ছে পুলিশি টহল।