Road accident: তীব্র গতিতে এসে পরপর সাইকেলে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি, রক্তে ভাসল রাস্তা

Kanishka Maity | Edited By: সঞ্জয় পাইকার

Oct 27, 2024 | 1:35 AM

Road accident: স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শনিবার রাতে মেচেদার দিক থেকে একটি প্রাইভেট গাড়ি দিঘার দিকে যাচ্ছিল। ভান্ডারবেড়িয়ার কাছে তিনজন সাইকেল আরোহীকে ধাক্কা মারে। তারপর একটি গাছে ধাক্কা মারার পর উল্টে যায় নয়নজুলিতে।

Road accident: তীব্র গতিতে এসে পরপর সাইকেলে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি, রক্তে ভাসল রাস্তা
প্রতীকী ছবি

Follow Us

তমলুক: ভয়াবহ পথ দুর্ঘটনা। তীব্র গতিতে এসে একের পর এক সাইকেল আরোহীকে ধাক্কা গাড়ির। তারপর একটি গাছে ধাক্কা মেরে গাড়িটি নয়নজুলিতে উল্টে যায়। ভয়াবহ এই পথ দুর্ঘটনায় কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম একজন। শনিবার রাতে পথ দুর্ঘটনাটি ঘটেছে হলদিয়া মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়কে তমলুক থানার ভান্ডারবেড়িয়া এলাকায়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শনিবার রাতে মেচেদার দিক থেকে একটি প্রাইভেট গাড়ি দিঘার দিকে যাচ্ছিল। ভান্ডারবেড়িয়ার কাছে তিনজন সাইকেল আরোহীকে ধাক্কা মারে। তারপর একটি গাছে ধাক্কা মারার পর উল্টে যায় নয়নজুলিতে। প্রত্যক্ষদর্শীরা বলেন, গাড়ির গতিবেগ এত বেশি ছিল যে গাছটিতে ধাক্কা মারার পরে গাড়ির ইঞ্জিন খুলে বেরিয়ে যায়। ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়। ২ জন স্থানীয় পথচারী। বাকি ২ জন ওই গাড়ির আরোহী। মৃত ২ গাড়ির আরোহীর মধ্যে একজন মহিলা।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে তমলুক থানার পুলিশ। গাড়িটিকে উদ্ধার করে তমলুক থানায় নিয়ে যাওয়া হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় এক ব্যক্তিকে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। মৃত চারজনের দেহ ময়নাতদন্তের জন্য তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। গাড়িতে থাকা ব্যক্তিদের পরিচয় এখনও জানা যায়নি। তবে স্থানীয় ব্যক্তিদের পরিচয় পাওয়া গেছে। একজনের নাম রাজেন্দ্র সামন্ত। আরেকজনের নাম প্রশান্ত রায়।

Next Article