নন্দীগ্রাম: শেখ সুফিয়ানকে পুরস্কার দিল তৃণমূল। পূর্ব মেদিনীপুরের হলদিয়া উন্নয়ন পর্ষদের যুগ্ম ভাইস চেয়ারম্যান করা হল ২০২১-এ মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানকে। সংবর্ধনা নিয়ে দলীরা কর্মীরা পৌঁছে গিয়েছেন বাড়িতে।
জানা গিয়েছে, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ এইচডিএ জয়েন্ট ভাইস চেয়ারম্যান হিসেবে রাজ্য সরকারের তরফ থেকে গতকাল শেখ সুফিয়ানের নাম ঘোষণা করা হয়েছে। হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রয়েছেন জ্যোতির্ময় কর,ভাইস চেয়ারম্যান রয়েছেন সাধন জানা। তবে এবার জয়েন্ট ভাইস চেয়ারম্যান হিসেবে নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানকে নিয়োগ করা হল। রবিবার বেলায় নন্দীগ্রামে তৃণমূল নেতা শেখ সুফিয়ানের বাড়িতে জাদু বাড়ি চক ২৩২ নম্বর বুথের পক্ষ থেকে তাঁর অনুগামীরা সংবর্ধনা দিলেন।
উল্লেখ্য, গতকালই শেখ সুফিয়ান ও তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গের তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছিল। জানা গিয়েছিল, জেলার পল্লী উৎসবে বাপ্পাদিত্যকে আমন্ত্রণ না জানানোর অভিযোগ উঠেছিল শেখ সুফিয়ানের বিরুদ্ধে। যদিও, কোন্দলের বিষয়টি দুজনই এড়িয়ে গিয়েছেন তারা।