পূর্ব মেদিনীপুর: তমলুকে এক সমবায় নির্বাচনে উড়ল সবুজ আবির। কোনওমতে একটি আসন পেয়ে মানরক্ষা বিজেপির। যদিও তা ভোটে জিতে নয়, টসে পাওয়া। সামনেই লোকসভা নির্বাচন। তার আগে প্রতিটি নির্বাচনই গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক যথেষ্ট গুরুত্বপূর্ণ জায়গা। সেখানকার সমবায় ভোটে এই ফল নিয়ে চর্চা হচ্ছে।
রবিবার তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকের কাকটিয়া হোগলা ডুমরা যশোমন্তপুর সমবায়ের নির্বাচন ছিল। সকাল থেকে কড়া নিরাপত্তায় এই ভোট চলে। বিকালে ফল প্রকাশ হতেই দেখা যায় তৃণমূলের জয়জয়কার। মোট ১২টি আসনের মধ্যে ১১টিতে জেতে তৃণমূল সমর্থিতরা। ১টি আসনে বিজেপি-তৃণমূল সমসংখ্যক ভোট পাওয়ায় টস হয়। সেই টসেই জয়ী হয় বিজেপি।
তৃণমূল নেতা রাজেশ হাজরা ও জয়দেব বর্মন জানান, লোকসভা নির্বাচনে আগে সমবায়ে এই ধরনের জয় কর্মীদের উৎসাহিত করতে বাধ্য। তৃণমূলের দাবি, স্থানীয় পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে গেলেও লোকসভা নির্বাচনে আগে ধীরে ধীরে আবারও তৃণমূল মাটি ফেরাচ্ছে। তমলুক লোকসভাতেও ভাল ফল হবে বলে আশাবাদী শাসকদল। বিজেপি কিছু বলতে চায়নি। তবে এদিন ভোট চলাকালীন শুভেন্দু অধিকারীর নামে ‘জিন্দাবাদ’ স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মী সমর্থকরা। ভোটে হারার পর বিজেপি সমর্থকদের মুখে শোনা যায়, ‘জ্যোতিপ্রিয় চোর, পার্থ চোর’।