পূর্ব মেদিনীপুর: শুক্রবারের পর সোমবার। এবার সারদা মামলায় কাঁথি থানায় হাজিরা দিতে এলেন বিরোধী দল নেতার ভাই ও প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দু অধিকারী। এদিন সকাল ১০.১০ মিনিট নাগাদ কাঁথি থানায় এসে হাজির হন তিনি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে কাঁথি পুরসভার পুরপ্রধান থাকাকালীন একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। তৎকালীন সময়ে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে। কখনও কাঁথি শহরে পথবাতি বসানোর নামে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ ওঠে। কখনও আবার পুরসভার রাঙামাটি শ্মশানে স্টল দুর্নীতির অভিযোগ, তার ভিত্তিতে মামলাও চলছে। পাশাপাশি রয়েছে ত্রিপল দুর্নীতি ও সারদা মামলাও। একাধিক দুর্নীতির অভিযোগ তুলে কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছিল সৌমেন্দুর বিরুদ্ধে।
যদিও সৌমেন্দু অধিকারী হাইকোর্ট নির্দেশে ৩০ শে নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ রয়েছে। অর্থাৎ পুলিশ সৌমেন্দুর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না। পুলিশ তদন্ত করতে পারবে, কিন্তু কোনওভাবে গ্রেফতার করতে পারবে না।
সৌমেন্দুর আইনজীবী অনির্বাণ চক্রবর্তী বলেন, “আমার মক্কেলকে সারদা মামলায় সাক্ষী হিসেবে ডাকা হয়েছে। গত শুক্রবার সৌমেন্দু অধিকারীকে ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করার কথা থাকলেও কোনওভাবে সেই আবেদন মানা হয়নি। ১০ ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারীরা। আজ কতক্ষণ চলে সেটাই দেখার বিষয়।”
তাঁর অভিযোগ, বার বার উদ্দেশ্যপ্রণোদিতভাবে সৌমেন্দু অধিকারী অযথা হয়রানি করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ না করে বসিয়ে রাখা হচ্ছে তাঁকে।