মারিশদা: আগেও এই এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়। এবার ফের মারিশদা থানা এলাকায় শুভেন্দুর কনভয় দুর্ঘটনা ঘটে গেল। সূত্রের খবর, সোমবার এদিন দিঘা নন্দকুমার ১১৬বি জাতীয় সড়ক দিয়ে পূর্ব মেদিনীপুর থেকে কলকাতার দিকে আসছিল শুভেন্দুর কনভয়। সেই সময়েই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় শুভেন্দুর কনভয়ের একটি গাড়ির। যদিও শুভেন্দু অধিকারী সুস্থই আছেন বলে জানা যাচ্ছে। যদিও ঘটনার পর থেকেই ট্রাকের চালক পলাতক। আটক করা হয়েছে ট্রাকের খালাসিকে।
সূত্রের খবর, এদিন মারিশদা থানার বেতালিয়ার কাছে কলকাতার দিকে দ্রুত গতিতে যাওয়ার পথে একটি ফুল পঞ্জাব গাড়িকে ধাক্কা মারে শুভেন্দুর কনভয়ের একটি স্কট কার। এই বুলেট প্রুফ গাড়িটি কনভয়ের একদম পিছনে ছিল বলে খবর। সূত্রের খবর, গাড়িতে চার জওয়ান ছিলেন। তাঁরাই এই দুর্ঘটনায় অল্প বিস্তর আহত হয়েছেন। তাঁদের বর্তমানে চিকিৎসার জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার জেরে এলাকায় বেশ কিছুক্ষণ যানজট তৈরি হয়। পরবর্তীতে কাঁথি নানা ও মারিশদা থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেষ পাওয়া আপডেটে জানা যাচ্ছে ইতিমধ্যেই কলকাতার উদ্দেশে রওয়ানা হয়েছেন শুভেন্দু। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কিছুদিন আগেই কার্যত একই ঘটনার প্রতিচ্ছবি দেখতে পাওয়া গিয়েছিল মারিশদায়। সেইবার কাঁথির শান্তিকুঞ্জ বাড়ি থেকে বেরিয়ে রথের দড়ি টান দেওয়ার জন্য তমলুকের উদ্দেশে রওনা হয়েছিলেন নন্দীগ্রামের বিধায়ক। নন্দীগ্রামে যাওয়ার রথেই বড়সড় দুর্ঘটনার কবলে পড়ে শুভেন্দুর গাড়ি। দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের মারিশদা থানার দুরমুঠ এলাকার পেট্রোল পাম্পের কাছে ঘটে এই দুর্ঘটনা। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি। যদিও সেইবারও আঘাত পাননি শুভেন্দু। চোট পেয়েছিলেন কয়েকজন জওয়ান।