School Uniform Controversy: বঙ্কিমচন্দ্র জমি দিয়েছিলেন, সেই স্কুলেও এবার পৌঁছে গেল ইউনিফর্ম বিতর্কের আঁচ

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Aug 22, 2022 | 10:32 PM

Contai: রাজ্য সরকারের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে, তাতে সব সরকারি স্কুলেই একই ইউনিফর্ম করা হবে। সেক্ষেত্রে ইউনিফর্মও হবে নীল-সাদা। নীল প্যান্ট এবং সাদা জামা।

School Uniform Controversy: বঙ্কিমচন্দ্র জমি দিয়েছিলেন, সেই স্কুলেও এবার পৌঁছে গেল ইউনিফর্ম বিতর্কের আঁচ
স্কুল ইউনিফর্ম বিতর্ক এবার কাঁথিতে

Follow Us

কাঁথি : রাজ্যের সরকারি স্কুলের পড়ুয়াদের পোশাক বিতর্কে ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া এসেছে। কেউ পক্ষে, কেউ বিপক্ষে মত দিয়েছেন। এবার সেই বিতর্কের আঁচ ছড়ায় পূর্ব মেদিনীপুরের কাঁথি শহরেও। এই শহরের অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যালয় কাঁথি হাই স্কুল। শতাব্দী প্রাচীন এই বিদ্যালয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু মনীষীর নাম। বীরেন্দ্র শাসমল এই স্কুলে পড়াশোনা করেছেন। এই স্কুলের জন্য জমি দিয়েছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। শুরু থেকেই এই স্কুলের পোশাক খাকি প্যান্ট আর সাদা জামা। বুকে মশাল আঁকা ব্যাজ। কিন্তু রাজ্য সরকারের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে, তাতে সব সরকারি স্কুলেই একই ইউনিফর্ম করা হবে। সেক্ষেত্রে ইউনিফর্মও হবে নীল-সাদা। নীল প্যান্ট এবং সাদা জামা। ইতিমধ্য়েই কাঁথি হাই স্কুলে সেই ইউনিফর্ম বিলি করা হয়েছে। সোমবার এর প্রতিবাদে পথে নামেন কাঁথি হাই স্কুলের প্রাক্তনীরা।

সোমবার কাঁথির ডরমেটরির মাঠ থেকে শুরু হয় কাঁথি হাই স্কুলের প্রাক্তনীদের মিছিল। শেষ হয় কাঁথি হাই স্কুলের সামনে। এদিন কাঁথি হাই স্কুলের প্রধান শিক্ষক অনুপম সাহুর কাছে ডেপুটেশন জমা দেন প্রতিবাদী প্রাক্তনীদের একটি প্রতিনিধি দল। স্কুলের এক প্রাক্তনী তেহরান হোসেন বলেন, “শতাব্দী প্রাচীন আমাদের এই স্কুলের খাকি প্যান্ট ও সাদা জামা। এই ড্রেস হল আমাদের ভালবাসা এবং আবেগ। এভাবে আমাদের ঐতিহ্যকে রাজ্য সরকার বাধা দিতে পারে না।” অভিভাবকদের একাংশও চান এই পুরনো ইউনিফর্মই যেন থাকে। স্কুলের এক পড়ুয়ার অভিভাবক মিনু গিরি বলেন,”যে পোশাক আছে, সেই রকম থাকবে। আমরা পোশাক পরিবর্তন চাইছি না।”

বিষয়টি নিয়ে স্কুলের প্রধান শিক্ষক অনুপম সাহু বলেন, “প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে আমাকে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। রাজ্য সরকারের নির্দেশক্রমে নীল সাদা পোশাক করা হয়েছিল। কী করব, এখন তা বলা সম্ভব নয়। সরকারি নিয়ম মানতে হবে। কিন্তু এই স্কুল হেরিটেজ। ছাত্রদের আবেগকে ফেলে দেওয়াও যায় না।”

Next Article