পূর্ব মেদিনীপুর: আজ ভোট হচ্ছে আটটি কেন্দ্রে। জায়গায়-জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর পৌঁছেছে। তার মধ্যে বেশি উত্তপ্ত হয়েছে ঝাড়গ্রামের গড়বেতা ও কেশপুর। আজ ভোট কেমন হল? এ নিয়ে টিভি৯ বাংলাকে একান্ত সাক্ষাৎকার দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এ দিন বিভিন্ন সংখ্যালঘুদের নিয়ে মন্তব্য করতে শোনা যায় শুভেন্দুকে। তাঁরা যে বিজেপিতে যোগ দিচ্ছেন,মিছিলে আসছেন এই নিয়ে বলতে শোনা যায় বিরোধী দলনেতাকে। বলেন, “নন্দীগ্রামে ৬৩টি মুসলিম বুথের মধ্যে একটা বাদ দিয়ে মুসলিম এজেন্ট বসিয়েছি। বিজেপি আর অচ্ছুত নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা প্রায় শেষ হয়ে গিয়েছে।”এর পাশাপাশি তিনি এনআরসি ও সিএএ নিয়ে মন্তব্য করেছেন। বলেছেন, “এনআরসি-সিএএ, বিজেপি হিন্দুদের পার্টি এই সব খেলা আর থাকছে না।”
শুধু তাই নয়, এর পাশাপাশি তিনি জানিয়েছেন ভোট নিয়ে ১০০ শতাংশ সন্তুষ্ট হতে পারেননি। শুভেন্দু বলেন, “দু’টো জায়গা ডিস্টার্ব করেছে। ইন্দাস, আর কেশপুর। এটা আপত্তির জায়গা থাকল। ওভারঅল ২০২১ সালে তৃণমূল যে কায়দায় ভোট করেছে তা আমরা করতে দিইনি। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কেশপুর ছাড়া ভাল।”