Soumendu Adhikari: বাদ যাচ্ছেন না প্রায় কেউই! এবার বিক্ষোভের মুখে সৌমেন্দু

Pradipto Kanti Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

May 25, 2024 | 3:12 PM

Soumendu Adhikari: আজ এলাকার তৃণমূল কর্মীরা অভিযোগ করেন বহিনী অতিসক্রিয় ভূমিকা পালন করছে। যাঁরা ভোট দিতে যাচ্ছেন তাঁদের সঙ্গে-সঙ্গে যাচ্ছেন জওয়ানরাও। কেন্দ্রীয় বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। তৃণমূলের প্রশ্ন, জওয়ানরা কেন বিজেপি নেতাদের বাইকে চড়ে ঘুরবেন?

Soumendu Adhikari: বাদ যাচ্ছেন না প্রায় কেউই! এবার বিক্ষোভের মুখে সৌমেন্দু
সৌমেন্দু অধিকারী
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কাঁথি: কাঁথিতেও উত্তপ্ত পরিস্থিতি। সেখানকার বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সঙ্গে বচসা পুলিশের। অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী পর্যাপ্ত নেই। এমনকী তৃণমূল কর্মীদের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়তে দেখা যায় বিজেপি নেতাকে।

আজ এলাকার তৃণমূল কর্মীরা অভিযোগ করেন বহিনী অতিসক্রিয় ভূমিকা পালন করছে। যাঁরা ভোট দিতে যাচ্ছেন তাঁদের সঙ্গে-সঙ্গে যাচ্ছেন জওয়ানরাও। কেন্দ্রীয় বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। তৃণমূলের প্রশ্ন, জওয়ানরা কেন বিজেপি নেতাদের বাইকে চড়ে ঘুরবেন? এরপর এলাকায় পৌঁছন প্রার্থী সৌমেন্দু অধিকারী। এরপরই তৃণমূলের লোকজনের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। সৌমেন্দুকে বলতে শোনা যায়, “আমি এখানকার প্রার্থী। শান্তিপূর্ণ ভোট হচ্ছে কি না সেইটাই দেখা আমার কর্তব্য।”

এরপর সাংবাদিকদের মুখোমুখি হন সৌমেন্দু। বলেন, “এরা সব তৃণমূলের হার্মাদ। এরা ঠিক করবে কেন্দ্রীয় বাহিনী কী করবেন না করবেন? ওরা নিজেদের মতো কাজ করছে। আর এখানকার বুথে বিপুল জমায়েত হচ্ছিল। ওদের ভোটার আই কার্ড চেক করুন।”

 

Next Article