Suvendu Adhikari: ‘বঞ্চিতরা একজোট হোন’, আবাস দুর্নীতি নিয়ে বার্তা শুভেন্দুর

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 02, 2023 | 2:02 PM

Suvendu Adhikari: শুভেন্দু বলেন,"আসলে টাকা যাঁরা পেয়েছেন তাঁদের নিয়ে আমাদের আপত্তি নেই।"

Suvendu Adhikari: বঞ্চিতরা একজোট হোন, আবাস দুর্নীতি নিয়ে বার্তা শুভেন্দুর
শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা (নিজস্ব চিত্র)

Follow Us

পূর্ব মেদিনীপুর: আবাস যোজনায় দুর্নীতি নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি। কখনও বঞ্চিতদের তোপের মুখে পড়তে হয়েছে পঞ্চায়েত প্রধানদের। কখনও আবার দেখা গিয়েছে শাসকদলের মধ্যেই চলেছে দোষারোপের পালা। এবার ফের আরও একবার আবাস নিয়ে রাজ্যকে তোপ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। ‘বঞ্চিতরা একজোট হন’ বার্তা দিলেন শুভেন্দু।

এ দিন, পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে আসেন বিরোধী দলনেতা। সেখানের কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি রাজ্য সরকারকে তুলোধনা করেন। শুভেন্দু বলেন, “আসলে টাকা যাঁরা পেয়েছেন তাঁদের নিয়ে আমাদের আপত্তি নেই। যাঁরা পাননি তাঁদের জন্য জনস্বার্থের মামলা করব। পাওয়ার উপযুক্ত কেন দেওয়া হয়নি। কারণ ভারত সরকার সরাসরি লিস্ট করতে পারে না। রাজ্য সরকার পঞ্চায়েতের যে তালিকা পাঠাবে তার উপরই বরাদ্দ হবে। তাই বঞ্চিতদের একজোট করুন। পশ্চিমবাংলায় বঞ্চিত আবাস যোজনায় উপভোক্তা যাদের হওয়া উচিত তাঁদের একজোট করার দায়িত্বটা গ্রামের মানুষকে নিতে হবে।”

এখানেই শেষ নয়, এ দিন শুভেন্দু বলেন যে, ত্রিস্তরীয় পঞ্চায়েতে রাজ্য সরকার কেন্দ্রের কাছে যা দাবি করেছিল কেন্দ্রীয় সরকার সব মিটিয়ে দিয়েছে, কিন্তু রাজ্যের স্টিকার পিসি কেন্দ্রের প্রকল্পগুলিতে স্টিকার লাগিয়ে দিচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বদলে হচ্ছে আবাস প্লাস। একাধিক জায়গায় এই নিয়ে বিরোধী দলনেতা অভিযোগ করেছেন। তারপর বিষয়টি কেন্দ্রীয় গ্রাম-উন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং এই বিষয়ে তদন্ত করেছেন। এরপর বিহারের নজির টেনে শুভেন্দু বলেন, “বিহারে দেখা গেছে দুর্নীতির দায়ে ডিএম পর্যন্ত জেলে গেছেন। এখানেও যদি কেউ দুর্নীতি করেন ছাড় পাবেন না।”

আজ শুভেন্দু বিজেপি কর্মীদের উদ্দেশে বার্তা দিয়ে বলেছেন যে গ্রামের যে দুর্নীতি হচ্ছে তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে আগামী সাত দিনের মধ্যে তার তালিকা প্রস্তুত করে দলকে জমা দিতে।

শুধু তাই নয়, এদিনের কর্মী সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে তৃণমূলকে উৎখাত করার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার গড়ার অঙ্গীকার করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। এ প্রসঙ্গে শুভেন্দু বলেছেন, “তৃণমূলের চোরেদের সাফাই করতে হবে। বড় চোর ডাকাতদের ডিসেম্বরে সাফাই করতে পারিনি। তবে এর মধ্যে করব। বড় ডাকাতদের আমরা তুলবো। ছোট ডাকাতদের আপনারা একদম গেড়ু থেকে তুলবেন। সব গ্রামকে তৈরি হতে হবে। সব গ্রাম থেকে চোরদের তাড়াতে হবে। চোরেদের তাড়িয়ে পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার তৈরি হবে। যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে, হেমন্ত বিশ্ব শর্মা অসমে যেমন দেশ বিরোধী, মানুষের ওপর অত্যাচারকারী, মহিলা নির্যাতনকারী শক্তিকে যেমন সাফ করছেন, আমরাও পশ্চিমবঙ্গকে সাফ করব।”

উল্লেখ্য, কেন্দ্রের বিধি মেনে আবাস যোজনার তালিকায় উপভোক্তাদের নাম অনুমোদনের দিন শেষ হয়েছে ইতিমধ্যে। ৩১ ডিসেম্বর পর্যন্ত তালিকায় নাম জমা পড়েছে ১০ লক্ষ ১৯ হাজার। সরকারের লক্ষ্যমাত্রা ছিল ১১ লক্ষ ৩৬ হাজার। এখনও বাকি ১ লক্ষ ১৭ হাজার।আবাসের তালিকায় অনুমোদনের দিনও শেষ হয়েছে। পঞ্চায়েত দফতর সূত্রে খবর, এই বাকি থাকা ১ লক্ষ ১৭ হাজার উপভোক্তার অনেকেরই তথ্যের ঠিক নেই। অনেকে আবার রয়েছেন বাড়ির বাইরে। এছাড়াও অনেক উপভোক্তার জমি নেই। জমিহীন ৩১ মার্চের মধ্যে প্রথমে পাট্টা বিলি হবে। তারপর তাঁদের নাম নথিভুক্ত করা হবে।

Next Article