পূর্ব মেদিনীপুর: ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে আগাম না জানিয়ে স্বাস্থ্য ভবনে পৌঁছে যাওয়া থেকে বিধানসভায় সরব হওয়া, শাসক দলের বিরুদ্ধে বরাবরই সুর চড়িয়ে রেখেছেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তবে রামনগরের বিধায়ক তথা মন্ত্রী অখিল গিরির (Akhil Giri) কটাক্ষ, বিধানসভায় কেবল হল্লা করেন শুভেন্দু। তিনি গঠনমূলক ও উন্নয়নের কর্মকাণ্ডের সঙ্গে থাকেন না।
পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে শান্তিকুঞ্জের অধিকারীদের সঙ্গে রামনগরের বিধায়ক অখিল গিরির সম্পর্কের কথা সর্বজনবিদিত। শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকার সময় একই দলের দুটি গোষ্ঠীর কথা শোনা যেত। তৎকালীন মন্ত্রী এখন বিধানসভার বিরোধী নেতা। অন্যদিকে শুধুমাত্র বিধায়ক নন, অখিল গিরি এখন রাজ্যের মন্ত্রী। এই প্রেক্ষিতে বিধানসভার বিরোধী নেতাকে নিশানা করলেন অখিল।
শক্রবারই বিধানসভার একাধিক কমিটি প্রকাশিত হয়েছে। কমিটির তালিকা প্রকাশের আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী -সহ তাঁর দলের সদস্যরা বয়কট করে বিধানসভা থেকে বেরিয়ে আসেন। এ নিয়ে মৎস্য মন্ত্রী অখিল গিরির মন্তব্য, “সারাক্ষণ আলোচনায় থেকেছেন, বিজেপিও আলোচনা করেছে, আমাদের বিভিন্ন পঞ্চায়েত দফতর, নারী ও শিশু কল্যাণ দফতরের বাজেট নিয়ে আলোচনা হয়েছে। পিএসি কমিটিতে মুকুল রায়কে করা নিয়ে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা হয়েছে। কিন্তু পিএসি কমিটির চেয়ারম্যান কে হবে তা তো ঠিক করে থাকেন অধ্যক্ষ।”
তিনি আরও বলেন, একাধিক কমিটির চেয়ারম্যান হিসাবে রয়েছেন বিরোধী দলের সদস্যরা। কিন্তু কোনও গঠনমূলক বা উন্নয়নমূলক আলোচনায় না থেকে বিধানসভার বিরোধী নেতা খালি হল্লা করেন, কটাক্ষ অখিলের।
পাশাপাশি পেট্রল ও ডিজেলের কর নেওয়ার প্রসঙ্গে অখিলবাবু বলেন, কেন্দ্র ও রাজ্য দুজনেই কর নিয়ে থাকে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ১ টাকা কর ছাড় দিয়েছে। সব ছাড় দিলে আমাদের যে সমস্ত প্রকল্প রাজ্যে চলছে তা কীভাবে চালানো সম্ভব হবে। রাজ্যের তুলনায় কেন্দ্রের প্রকল্প অনেক কম। তাই কেন্দ্রের কর ছাড় দিয়ে পেট্রল ও ডিজেলের পাশাপাশি গ্যাসের দাম কমান মোদী সরকার। শনিবার রামনগরে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ মিছিলে শামিল হয়ে সাংবাদিকদের সামনে এমনই মন্তব্য করেন মৎস্য মন্ত্রী অখিল গিরি। আরও পড়ুন: শেষ দেখে ছাড়লেন মমতা, রবীন মান্না ‘হত্যাকাণ্ডে’ সিআইডির জালে ১ বিজেপি কর্মী