দিঘা: সৈকত শহর দিঘায় জগন্নাথ ধাম উদ্বোধনের কাজ চলছে জোরকদমে। হাতে বাকি আর মাত্র দু’মাস। আর সেই মন্দিরকে কেন্দ্র করেই নতুন করে প্রশ্ন তুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স মাধ্যমে মন্দির সংক্রান্ত তথ্য তুলে ধরে কটাক্ষ করতে ছাড়লেন না বিরোধী দলনেতা।
আগামী ২৯ এপ্রিল দিঘার জগন্নাথ ধামের দ্বারউদঘাটন হবে। তার আগে গত মঙ্গলবার সেই জগন্নাথ ধাম নিয়ে বিধানসভার ভিতরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় চ্যালেঞ্জ ছুড়ে দেন শুভেন্দুকে। বুধবার নিজের এক্স হ্যান্ডেল এবং ফেসবুক পোস্টে মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করে পোস্ট করেন বিরোধী দলনেতা।
জগন্নাথ ধাম নির্মাণের দায়িত্বে থাকা সংস্থা হিডকো-র দরপত্র এবং ওয়ার্ক অর্ডার তুলে ধরে মুখ্যমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে শুভেন্দু লিখেছেন, ‘জগন্নাথ ধামকে সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের পরিবর্তে ‘মন্দির’ শব্দটি লিখে দেখান।’ পাশাপাশি ওই মন্দিরের প্রবেশাধিকার নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
পুরীর জগন্নাথ মন্দিরের সিংহদ্বারের কাছে পাথরের ফলকে মন্দিরে প্রবেশ নিয়ন্ত্রণ সংক্রান্ত নির্দেশ রয়েছে। সেই ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করে শুভেন্দু লিখেছেন,
‘আপনিও (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) নির্দেশ দিন, উৎকলের শ্রীক্ষেত্র পুরীর জগন্নাথ ধামের মতোই দিঘাতেও মন্দিরের প্রধান প্রবেশদ্বারের পাশে লেখা থাকবে যে, হিন্দু ব্যতীত অন্য কোনও ধর্মের মানুষের প্রবেশাধিকার নিষেধ।’
শুভেন্দুর এমন মন্তব্যে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল নেতা সুপ্রকাশ গিরি। তিনি বলেন, “ওঁর ঔদ্ধত্য দেখে আমরা অবাক হচ্ছি। আমরা লজ্জিত যে, আমরা যে জেলায় জন্মেছি, সেই জেলাতেই জন্মেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কীভাবে একটা জগন্নাথ মন্দির নিয়ে রাজনীতি করছে একটা রাজনৈতিক দল।” শুভেন্দুকে চ্যালেঞ্জ করে সুপ্রকাশ বলেন, ‘যদি ক্ষমতা থাকে, তাহলে জগন্নাথ মন্দির আটকে দেখাক শুভেন্দু অধিকারী।’
উল্লেখ্য, শুভেন্দু অধিকারী তথা রাজ্য বিজেপি শুরু থেকেই দিঘার এই জগন্নাথ মন্দির নিয়ে আপত্তি জানিয়ে এসেছে। পুরীর মন্দিরের নকল করা যাবে না বলে আগেই সরব হয়েছেন শুভেন্দু।