কাঁথি: কাঁথিতে তখন বিকেল হয়ে এসেছে। শীতের বেলা। একটু তাড়াতাড়িই বিকেল নামে। হাওয়া অফিসের পূর্বাভাস যাই থাকুক না কেন, বুধবারের বিকেলে কাঁথি (Contai) কিন্তু রাজনীতিতে তেজে তেতে ছিল। কারণ, ভূমিপুত্র শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তখন সভা করছিলেন। ঝাঁঝালো ভাষণ দিচ্ছিলেন। আর সেই সময়েই সূর্য ডোবা আকাশের দিকে আঙুল দেখিয়ে শুভেন্দু বললেন, “সবে তো সূর্যটা ডুবেছে। সন্ধে হয়নি।” আর এরপরই শুভেন্দুর হুঙ্কার, “দিনটি বদল হবে, মাসটি বদল হবে, সালটি বদল হবে না।” বিজেপি (BJP) কর্মীদের উদ্দেশে বলে গেলেন, “আগামী বছর আপনাদের খুব ভাল কাটবে। আপনারা যা চাইছেন, তাই হবে।”
এদিনের সভামঞ্চ থেকে বিজেপির কর্মী-সমর্থকদের চাঙ্গা করতে একের পর এক ঝাঁঝালো ভাষণ দিয়ে যান শুভেন্দু অধিকারী। পঞ্চায়েতের জন্য তাঁতিয়ে দিয়ে বললেন, “পঞ্চায়েত ভোট করতে পারবেন তো? ছোট ছোট চোরদের ধরাতে পারবেন তো? একশো দিনের টাকা চোরদের ধরাতে পারবেন তো? আর বড় চোরটা আমার উপর ছেড়ে দেন।” এই বলেই সূর্য ডোবা আকাশ দেখিয়ে ওই মন্তব্য করেন নন্দীগ্রামের বিধায়ক।
প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী ডিসেম্বর মাসের যে তিনটি তারিখের কথা উল্লেখ করেছিলেন, বুধবার ছিল তার তৃতীয় দিন। ২১ ডিসেম্বর। আগের দুটি তারিখেও সেভাবে বড়সড় কোনও ঘটনা ঘটেনি। ডিসেম্বরের তৃতীয় তারিখে এই সভা থেকে শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন, “আমি তিনটি উল্লেখযোগ্য দিনের কথা ডিসেম্বরে বলেছিলাম। তবে কখনোই বলিনি সরকার বদলে দেব। আপনারা কী চান? এমএলএ ভেঙে সরকার বদলে যাক? নাকি ভোটে জিতে বিজেপি আসুক। আমরা ভোটে জিতে বিজেপিকে ক্ষমতায় আনব। ভোটে জিতে বিজেপি এ রাজ্যে ক্ষমতায় আসবে। রাষ্ট্রবাদী সরকার হবে।ডাবল ইঞ্জিন সরকার হবে।”
এদিন বিজেপির সভায় ভিড় উপচে পড়েছিল দলীয় কর্মী ও সমর্থকদের ভিড়। সেই ভিড়ের উদ্দেশে কাঁথির শান্তিকুঞ্জের মেজ ছেলে শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন, “আজকে কাঁথির বিজেপি লেজ দেখাল। মাথা দেখায়নি। দেখাব। ঠিক সময়ে দেখাব। সুধাম পণ্ডিত ও তপন পণ্ডিত লোকসভার দুটো সিট প্রধানমন্ত্রীকে উপহার দেবেন।”