AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: আক্রান্ত হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন: শুভেন্দু

Suvendu Adhiakri: শনিবার মির্জাপুর বাজারে শ্যামাপুজো ও ২৮ প্রহর অখণ্ড তারকব্রহ্ম নাম সংকীর্তন অনুষ্ঠানে যোগ দেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কর্মসূচি শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এসআইআর প্রসঙ্গে কথা বলেন।

Suvendu Adhikari: আক্রান্ত হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন: শুভেন্দু
শুভেন্দু অধিকারীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 01, 2025 | 6:35 PM
Share

কলকাতা: কমিশন সুরক্ষা দিতে না পারলে বিরোধী দলনেতার সঙ্গে যোগাযোগ করতে হবে। এসআইআর শুরু হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিএলও-দের নিরাপত্তা সুনিশ্চিত করার বার্তা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরুর আগে নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন বিএলও-রা।

বিএলও-রা তাদের সুরক্ষা নিয়ে নিশ্চিত নন। বারবার এই অভিযোগ সামনে আসছে। শনিবার তাদের প্রসঙ্গে শুভেন্দু বলেন, “সুরক্ষা না দিতে পারলে, আক্রান্ত হলে বিরোধী দলনেতার সঙ্গে যোগাযোগ করবেন। আমিও যোগাযোগ করে নেব। পূর্ণ সাহায্য করব বিএলও-দের।”

এসআইআর নিয়ে যে সাধারণ মানুষের কোনও সমস্যা হওয়ার কথা নয়, সে কথা উল্লেখ করে শুভেন্দু বলেন, “আমরা এতদিন ঘুমিয়ে ছিলাম। এবার এসআইআর যেটা করছে, সেটা খুব ভালই হচ্ছে এবার। ওরা নিশ্চিত ভারতীয় মুসলমানদের তো সমস্যা নেই। আমরা বারবার বলেছি। এসআইআর নতুন নয়, স্বাধীনতার পরে আটবার হয়েছে। লাস্ট ২০০২-এ হয়েছিল, ২০০৩-এ ভোটার লিস্ট বেরিয়েছিল।”

শনিবার মির্জাপুর বাজারে শ্যামাপুজো ও ২৮ প্রহর অখণ্ড তারকব্রহ্ম নাম সংকীর্তন অনুষ্ঠানে যোগ দেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কর্মসূচি শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এসআইআর প্রসঙ্গে কথা বলেন।

শনিবারই বিএলও-দের ট্রেনিং ছিল নজরুল মঞ্চে। সেখানে একাধিক দাবি নিয়ে সরব হন বিএলও-রা। নিরাপত্তার পাশাপাশি কাজ নিয়েও দাবি রয়েছে তাঁদের। বিএলও-দের বক্তব্য, এসআইআর-এর কাজের পাশাপাশি শিক্ষকতার কাজ করা যাবে না। এছাড়া ছুটি বা বেতন যাতে কাটা না যায়, সেই দাবিও জানানো হয়েছে। প্রশ্ন উঠেছে, যে সব স্কুলে একজন বা ২ জন শিক্ষক আছে, সেখানে পড়াশোনা কীভাবে চলবে।