Suvendu Adhikari: ‘সংখ্যালঘু বুথেও জিতবে না তৃণমূল’, নন্দীগ্রামে দাঁড়িয়ে মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

May 08, 2022 | 7:41 PM

Nandigram: শুভেন্দু অধিকারী বলেন, "এই চোর তৃণমূলকে পঞ্চায়েতে উৎখাত করার জন্য গ্রামে গ্রামে সনাতনী ঐক্য গড়ে তুলুন। শুধু সনাতনী নয়। সংখ্যালঘুদেরও মোহভঙ্গ হচ্ছে। সংখ্যালঘু বুথেও হয়ত আমরা জিতব না। কিন্তু নন্দীগ্রামের সংখ্যালঘু বুথে তোলামূল পার্টিও জিতবে না, সেই ব্যবস্থা আমি করব।"

Suvendu Adhikari: সংখ্যালঘু বুথেও জিতবে না তৃণমূল, নন্দীগ্রামে দাঁড়িয়ে মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর

Follow Us

নন্দীগ্রাম: ভোটে বার বার হিংসার অভিযোগ তুলে এসেছেন বিরোধীরা। ছাপ্পা, ভোট লুঠের অভিযোগ উঠেছে। গত পঞ্চায়েত নির্বাচনের এমন অভিযোগ ছিল ভুড়ি ভুড়ি। তবে এবার রাজ্যের শাসক দলকে সতর্ক করে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানিয়ে দিলেন, “এবার পঞ্চায়েত ভোট লুঠ হলে প্রতিরোধ হবে।” ভোট বাক্স পুকুরে ফেলা হবে বলেও হুঁশিয়ারি দিয়ে রাখেন তিনি। শুভেন্দুর অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে ১০০ দিনের কাজের টাকা আত্মসাৎ করেছে রাজ্যের শাসক দল। শুভেন্দু অধিকারী বলেন, “এই চোর তৃণমূলকে পঞ্চায়েতে উৎখাত করার জন্য গ্রামে গ্রামে সনাতনী ঐক্য গড়ে তুলুন। শুধু সনাতনী নয়। সংখ্যালঘুদেরও মোহভঙ্গ হচ্ছে। সংখ্যালঘু বুথেও হয়ত আমরা জিতব না। কিন্তু নন্দীগ্রামের সংখ্যালঘু বুথে তোলামূল পার্টিও জিতবে না, সেই ব্যবস্থা আমি করব।”

নন্দীগ্রামের বিধায়ক আরও বলেন, “বাংলায় শিল্প নেই,বাণিজ্য নেই। তৃণমূলের সব পদ ত্যাগ করেছি, ভাইপোর নেতৃত্বে অত্যাচারিত হয়ে। নেত্রীর গত বছর কল্পতরু হয়েছিলেন। ভোটের দিন হিজাব পরে নাটক করেছিলেন। হারাধন মুখ্যমন্ত্রী, শপথ নেওয়ার পর বাংলা জ্বলছে। ব্রিটিশদের অত্যাচারের বেশি অত্যাচার মমতার জমানায়। নন্দীগ্রাম একে একে বাড়ি পুড়িয়েছে। নন্দীগ্রামে অনেক মামলা সিবিআইকে নিতে হবে। জাহাজ বাড়ির মালিককে যেতে হবে ভিতরে। মিথ্যা মামলায় পবিত্র করকে জেলে রেখেছে তৃণমূল। গোটা বাংলা ক্ষত বিক্ষত।” নন্দীগ্রামে বিজেপির এই কর্মসূচির কথা অনেক আগেই ঘোষণা করে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। ‘স্বৈরাচারী শাসকের পরাজয়ের বর্ষপূর্তি’ এবং রাজ্যের খুন সন্ত্রাস ও ধর্ষণের প্রতিবাদে মিছিল করেন নন্দীগ্রামের বিধায়ক।

রবিবার বিকেলে নন্দীগ্রাম ডগলাস মেমোরিয়াল গ্রাউন্ড থেকে মিছিল করে টেঙ্গুয়াতে একটি সভা করেন শুভেন্দু অধিকারী। এই শোভাযাত্রায় খেজুরির বিধায়ক শান্তনু প্রামাণিক, ভগবানপুর বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি সহ মহিলা মোর্চার কর্মী যুব মোর্চার কর্মীরা উপস্থিত ছিলেন। বিজেপির বহু কর্মী রবিবারের পদযাত্রায় পা মেলায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে যে অসামাজিক কাজকর্মগুলি ঘটে চলেছে, তার প্রতিবাদে স্লোগান ওঠে মিছিল থেকে।

Next Article