Suvendu Adhikari: কেন বাংলার বাইরে দাঁত ফোটাতে পারছে না তৃণমূল? ‘ময়নাতদন্ত’ করলেন শুভেন্দু

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Jun 26, 2022 | 2:40 PM

Suvendu Adhikari: শুভেন্দু বললেন, "চোর, তোষণবাজ পার্টিকে কেউ কোথাও গ্রহণ করতে পারে না। বাংলায় ছাপ্পা হয় বলে আছে। যে দিন ছাপ্পা ভোট বন্ধ হবে, থাকবে না।"

Suvendu Adhikari: কেন বাংলার বাইরে দাঁত ফোটাতে পারছে না তৃণমূল? ময়নাতদন্ত করলেন শুভেন্দু
কী ব্যাখ্যা দিলেন শুভেন্দু?

Follow Us

নন্দীগ্রাম: একুশের বিধানসভা নির্বাচনে বাংলায় তৃতীয়বারের জন্য মসনদে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর তারপর থেকেই জাতীয় রাজনীতিতে ক্ষমতা বিস্তারের প্রয়াস আরও জোরদার করছে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরায় দীর্ঘদিন ধরে ক্ষমতা বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল (Trinamool Congress)। কিন্তু এখনও সেই অর্থে পায়ের তলার জমি শক্ত করতে পারেনি বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। গোয়ার নির্বাচনেই তেমন কোনও ফল করতে পারেনি। কেন বার বার এভাবে ভিন রাজ্যে ক্ষমতা বিস্তারে গিয়ে ব্যর্থ হচ্ছে তৃণমূল? এবার সেই ব্যাখ্যা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বললেন, “চোর, তোষণবাজ পার্টিকে কেউ কোথাও গ্রহণ করতে পারে না। বাংলায় ছাপ্পা হয় বলে আছে। যে দিন ছাপ্পা ভোট বন্ধ হবে, থাকবে না।”

উল্লেখ্য, বাংলার পর তৃণমূল কংগ্রেসের অন্যতম পাখির চোখ ছিল ত্রিপুরা। সেই ত্রিপুরার উপনির্বাচনে ফের একবার শক্তি প্রদর্শনে ধাক্কা খেয়েছে তৃণমূল। একটি কেন্দ্রেও হাজার ভোটের গন্ডিও টপকাতে পারেনি তৃণমূল কংগ্রেস। আর সেই নিয়ে রবিবার তৃণমূলকে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামে বিধায়ক শুভেন্দু অধিকারী। রবিবার নন্দীগ্রামে শুভেন্দু এক কর্মসূচি থেকে বলেন, “আমি যা বলেছিলাম, তাই হয়েছে। তোলামূল চতুর্থ হয়েছে। সবগুলি সিটে জামানত জব্দ হয়েছে। গরুর গাড়ির হেডলাইট। এই চোর, তোষণবাজ পার্টিকে কেউ কোথাও গ্রহণ করতে পারে না। বাংলায় ছাপ্পা হয় বলে আছে। যে দিন ছাপ্পা ভোট বন্ধ হবে থাকবে না।”

গতকাল কলকাতার মল্লিকবাজারে হাসপাতালের আটতলার কার্নিশ থেকে পড়ে গিয়ে রোগীর মৃত্যুর ঘটনায় শুভেন্দু বলেন, “আড়াই ঘণ্টা ধরে দমকল ও পুলিশ বসে থেকে যদি দায়িত্ব না পালন করতে পারে সেটা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে।” উল্লেখ্য শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবিতে আগামীকাল থেকে পথে নামছে তৃণমূল। সে বিষয় নিয়েও রাজ্যের বিরোধী দলনেতা চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন। বলেন, “জাহান্নামে গেলেও কিছু করতে পারবে না।”

Next Article