পূর্ব মেদিনীপুর: পটাশপুরে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে সভা করার কথা রয়েছে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু সেই আবেদন মঞ্জুর করল না পুলিশ। শুরু রাজনৈতিক চাপানউতোর। ময়নায় বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভুঁইয়ার খুনের প্রতিবাদে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর ঘোষণা মতো জেলার ১০০ জায়গায় প্রতীকী অবরোধ কর্মসূচি নেয় বিজেপি। সেই কর্মসূচিরই অংশ হিসাবে বিজেপির এক ঘণ্টার অবরোধ চলছিল পূর্ব মেদিনীপুর জেলায় পটাশপুরেও। পুলিশ গিয়ে অবরোধ তোলার চেষ্টা করে। তখনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সিভিক কর্মীদের সঙ্গে পুলিশ কর্মীরাও নির্বিচারে লাঠিচার্জ করে বলে অভিযোগ।
ভীষণ ক্ষুব্ধ হন শুভেন্দু অধিকারী। ময়নায় ঘোষণা করেন আগামী ৭ তারিখ পটাশপুর থানা অভিযান হবে। অভিযোগ, সিভিক কর্মীদের কাজে লাগিয়ে হাইকোর্টের নির্দেশ অমান্য করেছে পটাশপুর থানা। নির্বিচারে বিজেপি কর্মীদের ওপর লাঠিচার্জ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তারই প্রতিবাদে পাল্টা বিক্ষোভ কর্মসূচির ডাক দেন শুভেন্দু। আর এই কর্মসূচি হওয়ার আগেই শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন।
যদিও পুলিশের দাবি কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির পটাশপুর দাইতলা বাজার দুর্গোপুজো কমিটির মাঠ এই সভার অনুমতি চেয়ে যে আবেদন করা হয়েছে, তা ত্রুটিপূর্ণ। তাই অনুমতি মেলেনি এখনও পর্যন্ত। এই নিয়ে রাজনৈতিক যুযুধান প্রতিপক্ষের মধ্যেও চলছে বাকযুদ্ধ।
কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি সহ সভাপতি অসীম মিশ্র বলেন, “চোর, কাটমানিখোর, হার্মাদরা বুঝে বিজেপির সভা কীরকম হবে। এই র্যালি জনজোয়ারে পরিণত হবে। যতই বাধা বিপত্তির সৃষ্টি করুক না কেন, বিজেপির সভা জনজোয়ারে পরিণত হবে।”
জেলা তৃণমূল মুখপাত্র পীযুষকান্তি পণ্ডা বলেন, “প্রশাসনের ব্যাপার। প্রশাসন কাকে সভা করার অনুমতি দেবে, কাকে দেবে না, এলাকার পরিবেশ কেমন রয়েছে, সেটা পুলিশ বুঝবে। এ ব্যাপারে তো আমার বলার কিছু নেই।”