সিআইডি পাঠিয়ে আমার বৃদ্ধ বাবা-মায়ের কুশল নিচ্ছে সরকার: শুভেন্দু

TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস

Jul 17, 2021 | 7:21 PM

Suvendu Adhikari: একুশের বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার সময় শুভেন্দু অভিযোগ করেছিলেন, তাঁর অসুস্থ মায়ের কোনও খবরাখবর নেননি দলের কোনও সতীর্থ। বরং বিজেপি নেতারা তাঁকে ফোন করেছিলেন।

সিআইডি পাঠিয়ে আমার বৃদ্ধ বাবা-মায়ের কুশল নিচ্ছে সরকার: শুভেন্দু
নিজস্ব চিত্র

Follow Us

নন্দীগ্রাম: “সরকার সিআইডি (CID) পাঠিয়ে জানার চেষ্টা করছে আমার বৃদ্ধ বাবা-মা কেমন আছেন।” শনিবার নন্দীগ্রামের আমদাবাদের সভা থেকে মমতা সরকারকে এভাবেই নিশানা করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই সঙ্গে তাঁর উক্তি, সিআইডি তাঁর কিচ্ছু করতে পারবে না সরকার।

এদিন নন্দীগ্রামের গোকুলনগর ও আমদাবাদে সভা করেন শুভেন্দু। নন্দীগ্রামের বিধায়কের উপস্থিতিতে এদিন আমদাবাদে কার্যকারিনী সভায় শতাধিক তৃণমূল নেতাকর্মি বিজেপি-তে যোগদান করেন। সারা রাজ্যে যখন ভোটের ফল প্রকাশের পর গেরুয়া দল ভেঙে তৃণমূলে যাওয়ার হিড়িক, তখন একুশের ভোটের এপিসেন্টারে একশোর বেশি তৃণমূলীকে বিজেপি-তে যোগদান করান বিধানসভার বিরোধী নেতা।

সেখান থেকেই তাঁর বিরুদ্ধে সিআইডি তদন্ত নিয়ে মুখ খুলতে শোনা যায় শুভেন্দুকে। তাঁর কথায়, “বারবার আমার বাড়িতে সিআইডি পাঠিয়ে কিছু করতে পারবে না। বাড়িতে আমার বৃদ্ধ বাবা-মা রয়েছেন। বর্তমান সরকার সিআইডি পাঠিয়ে জানার চেষ্টা করছে তাঁরা কেমন আছেন।

উল্লেখ্য, ২০১৮ সালে ১৪ অক্টোবর গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় রাজ্যের তৎকালীন মন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর। সেই মামলায় তিন বছর পর এফআইআর দায়ের করেন মৃত দেহরক্ষীর স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী। কীভাবে এই ঘটনা ঘটল, সেই প্রশ্ন তুলে সঠিক তদন্তের দাবিতে এফআইআর করেন তিনি। তার পর এই মামলা হাতে নিয়েছে রাজ্য সিআইডি। যদিও প্রথম থেকেই এই মামলাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছেন শুভেন্দু।

এদিকে শনিবারই বিরোধী দলনেতার বাড়ি ‘শান্তিকুঞ্জ’-এ পৌঁছন সিআইডি-র প্রতিনিধিরা। শুভেন্দুর বাড়ির সামনে পুলিশ ব্যারাকেই থাকতেন তাঁর দেহরক্ষী। তাই তদন্তের কাজে বারবার সেখানে যাচ্ছেন তাঁরা। এ দিন এলাকার ভিডিয়োগ্রাফিও করেন তদন্তকারীরা। এই প্রেক্ষিতে শুভেন্দুর দাবি, সিআইডি দিয়ে তাঁকে ও তাঁর পরিবারকে হয়রানি করাই উদ্দেশ্য। তবে তারা কিছুই করতে পারবে না বলে দাবি বিজেপি নেতার।

একুশের বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার সময় শুভেন্দু অভিযোগ করেছিলেন, তাঁর অসুস্থ মায়ের কোনও খবরাখবর নেননি দলের কোনও সতীর্থ। বরং বিজেপি নেতারা তাঁকে ফোন করেছিলেন। গত কয়েক মাসে বদলে গিয়েছে রাজৈতিক প্রেক্ষাপট। শুভেন্দুর রাজনৈতিক অবস্থানকেই মান্যতা দিয়ে তাঁর পথে চলবেন বলে জানিয়েছেন তাঁর বাবা প্রবীণ তৃণমূল সাংসদ শিশির অধিকারী। আর এদিন শুভেন্দু কটাক্ষ করলেন, সরকার এখন সিআইডি দিয়ে খোঁজ নিচ্ছে তাঁর বাবা-মায়ের। আরও পড়ুন: ফের শান্তিকুঞ্জের সামনে হাজির সিআইডি, শুভেন্দুর বাড়ির এলাকার ছবি তুলছেন গোয়েন্দারা 

Next Article