Municipal Election 2022: নবীন-প্রবীণের সমন্বয়, তাম্রলিপ্ত পৌরসভার প্রার্থী তালিকায় চমক শাসকদলের

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 06, 2022 | 8:10 PM

Municipal Election 2022: এখন চলছে প্রতীক সহ প্রার্থীর নাম লেখার কাজ। বুথস্তরের কর্মীদের নিয়ে বৈঠকে বসার কাজও ইতিমধ্যে শুরু করে দিয়েছেন অনেকে।

Follow Us

পূর্ব মেদিনীপুর: প্রার্থী তালিকা ঘোষণার পর জেলায়-জেলায় চলেছে বিক্ষোভ। বাদ পড়েনি পূর্ব মেদিনীপুরও। কোথাও প্রার্থী পছন্দ হয়নি, তো কোথাও দুর্নীতির অভিযোগ তুলে রাস্তায় নেমেছিলেন শাসক দলের কর্মীরা। টায়ার জ্বালিয়ে চলেছে লাগাতার বিক্ষোভ। তবে পুর্ব মেদিনীপুরের তাম্রলিপ্ত পৌরসভায় দেখা গেল একদম অন্য ছবি। আসলে পূর্ব মেদিনীপুর মানেই ‘হাই প্রোফাইল’। দুই মন্ত্রী থেকে বিরোধী। অনেক নেতাই প্রার্থী হয়েছেন এই জেলায়। তাই এবার নবীন -প্রবীণের মধ্যে সম্বন্বয় রেখে তাম্রলিপ্ত পুরসভার প্রার্থী তালিকায় চমক এনেছে তৃণমূল।

জানা গিয়েছে, পুরসভার ২০ ওয়ার্ডের এবার নতুন-পুরোনোর সংখ্যা সমান সমান। দলীয় তালিকা অনুযায়ী রবিবার সেই প্রার্থীদের মধ্যে প্রতীকও বিতরণ করা হয়। এদিন দুপুরে শহরের মানিকতলায় নিজের কার্যালয় থেকে সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র দলের প্রতীক প্রার্থীদের হাতে তুলে দেন। সূত্রের খবর, সোমবার মনোনয়ন জমা দেবেন তাঁরা। তবে তার আগে প্রতীক পেয়েই যে যার নির্বাচনী এলাকায় প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। পাশাপাশি কাজে নেমে পড়েছেন দলের কর্মীরাও।

কীভাবে এগোচ্ছে প্রচার?

২০ ওয়ার্ডের প্রায় দেওয়ালেই চুনের প্রলেপ দেওয়া প্রায় শেষ বলা চলে। এখন চলছে প্রতীক সহ প্রার্থীর নাম লেখার কাজ। বুথস্তরের কর্মীদের নিয়ে বৈঠকে বসার কাজও ইতিমধ্যে শুরু করে দিয়েছেন অনেকে। ২৭ ফেব্রুয়ারী তাম্রলিপ্ত পুরসভার ভোট। নির্বাচন কমিশনের নির্দেশ মতো ভোটগ্রহণের ৭২ ঘণ্টা আগে প্রচার শেষ হলে হাতে বাকি আর ১৮ দিন। তাই আর সময় নষ্ট না করে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল।

উল্লেখ্য, গত বিধানসভার ফলের নিরিখে তাম্রলিপ্ত পুরসভায় বিজেপি এগিয়ে ছিল ১২টি ওয়ার্ডে। যদিও পরিবর্তিত পরিস্থিতিতে পুরসভার ২০ আসনেই জয় দেখছে শাসকদল। নেতৃত্বের কথায়, পুর-পরিষেবা তো আছেই, সঙ্গে রাজ্য সরকারের যাবতীয় উন্নয়ন মানুষের মনে ঘাসফুলই জায়গা করে নিয়েছে। তাম্রলিপ্ত পুরসভার তৃণমূলের নির্বাচনী আহ্বায়ক মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন, “বিধানসভা ভোটের পর শহরের রাজনৈতিক প্রেক্ষাপট পুরোপুরি বদলে গিয়েছে। তৃণমূলের বিশাল জয়ে বিরোধীরা পথ হারিয়ে থমকে।প্রলোভনে পড়ে অনেকেই বিজেপি-তে গিয়েছিলেন। এখন বিজেপিকে দিয়ে আর হবে না বুঝেই তৃণমূলে ফিরে এসেছেন। ”

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

পূর্ব মেদিনীপুর: প্রার্থী তালিকা ঘোষণার পর জেলায়-জেলায় চলেছে বিক্ষোভ। বাদ পড়েনি পূর্ব মেদিনীপুরও। কোথাও প্রার্থী পছন্দ হয়নি, তো কোথাও দুর্নীতির অভিযোগ তুলে রাস্তায় নেমেছিলেন শাসক দলের কর্মীরা। টায়ার জ্বালিয়ে চলেছে লাগাতার বিক্ষোভ। তবে পুর্ব মেদিনীপুরের তাম্রলিপ্ত পৌরসভায় দেখা গেল একদম অন্য ছবি। আসলে পূর্ব মেদিনীপুর মানেই ‘হাই প্রোফাইল’। দুই মন্ত্রী থেকে বিরোধী। অনেক নেতাই প্রার্থী হয়েছেন এই জেলায়। তাই এবার নবীন -প্রবীণের মধ্যে সম্বন্বয় রেখে তাম্রলিপ্ত পুরসভার প্রার্থী তালিকায় চমক এনেছে তৃণমূল।

জানা গিয়েছে, পুরসভার ২০ ওয়ার্ডের এবার নতুন-পুরোনোর সংখ্যা সমান সমান। দলীয় তালিকা অনুযায়ী রবিবার সেই প্রার্থীদের মধ্যে প্রতীকও বিতরণ করা হয়। এদিন দুপুরে শহরের মানিকতলায় নিজের কার্যালয় থেকে সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র দলের প্রতীক প্রার্থীদের হাতে তুলে দেন। সূত্রের খবর, সোমবার মনোনয়ন জমা দেবেন তাঁরা। তবে তার আগে প্রতীক পেয়েই যে যার নির্বাচনী এলাকায় প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। পাশাপাশি কাজে নেমে পড়েছেন দলের কর্মীরাও।

কীভাবে এগোচ্ছে প্রচার?

২০ ওয়ার্ডের প্রায় দেওয়ালেই চুনের প্রলেপ দেওয়া প্রায় শেষ বলা চলে। এখন চলছে প্রতীক সহ প্রার্থীর নাম লেখার কাজ। বুথস্তরের কর্মীদের নিয়ে বৈঠকে বসার কাজও ইতিমধ্যে শুরু করে দিয়েছেন অনেকে। ২৭ ফেব্রুয়ারী তাম্রলিপ্ত পুরসভার ভোট। নির্বাচন কমিশনের নির্দেশ মতো ভোটগ্রহণের ৭২ ঘণ্টা আগে প্রচার শেষ হলে হাতে বাকি আর ১৮ দিন। তাই আর সময় নষ্ট না করে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল।

উল্লেখ্য, গত বিধানসভার ফলের নিরিখে তাম্রলিপ্ত পুরসভায় বিজেপি এগিয়ে ছিল ১২টি ওয়ার্ডে। যদিও পরিবর্তিত পরিস্থিতিতে পুরসভার ২০ আসনেই জয় দেখছে শাসকদল। নেতৃত্বের কথায়, পুর-পরিষেবা তো আছেই, সঙ্গে রাজ্য সরকারের যাবতীয় উন্নয়ন মানুষের মনে ঘাসফুলই জায়গা করে নিয়েছে। তাম্রলিপ্ত পুরসভার তৃণমূলের নির্বাচনী আহ্বায়ক মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন, “বিধানসভা ভোটের পর শহরের রাজনৈতিক প্রেক্ষাপট পুরোপুরি বদলে গিয়েছে। তৃণমূলের বিশাল জয়ে বিরোধীরা পথ হারিয়ে থমকে।প্রলোভনে পড়ে অনেকেই বিজেপি-তে গিয়েছিলেন। এখন বিজেপিকে দিয়ে আর হবে না বুঝেই তৃণমূলে ফিরে এসেছেন। ”

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

Next Article