পূর্ব মেদিনীপুর: সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চৈতন্যদেবের বংশধর বলে বিতর্কে পড়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আর এবার প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতিকে বিদ্যাসাগরের সঙ্গে তুলনা করে বসলেন আর এক তৃণমূল নেতা। প্রাক্তন বিধায়ক তথা হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান জ্যোতির্ময় কর সম্প্রতি বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেছেন। রামনগর বিধানসভা এলাকায় একটি মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় কর। সেখানে তিনি বলেন, “প্রাথমিক শিক্ষার ভার বিদ্যাসাগরের পরে যাঁর দায়িত্বে পড়েছে তিনি হাবিবুর রহমান।” পরে অবশ্য ভুল স্বীকার করেছেন জ্যোতির্ময়।
প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ‘বিদ্যাসাগরের সঙ্গে আমার তুলনায় এটা কখনও ভাবা যায় না। যিনি বিদ্যার সাগর তাঁর কাছে আমরা একেবারে নগণ্য। জ্যোতির্ময় করের মন্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, তিনি হয়ত বলার চেষ্টা করেছেন একসময় বিদ্যাসাগর প্রাথমিক শিক্ষার দায়িত্বে ছিলেন, কিন্তু বিদ্যাসাগরের সঙ্গে কারও তুলনা হয় না।’
বুধবার ওই অনুষ্ঠানের মঞ্চে বসেছিলেন, কারামন্ত্রী অখিল গিরি, মৎস্যমন্ত্রী বিপ্লব ভট্টাচার্য, প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান সহ একাধিক রাজনৈতিক নেতা। এই প্রসঙ্গে জ্যোতির্ময় কর দাবি করেন আসলে তিনি বিষয়টি অন্যভাবে তিনি ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন। প্রশ্ন উত্তর পূর্বে জ্যোতির্ময় কর বিষয়টি স্বীকার করে নেন বলেন, ‘অনেক লোকজন ছিল তাই হয়তো একটু ভুল বলা হয়েছে।’