TMC in Nandigram: অভিষেকের বার্তা নাকি অন্য কারণ? নন্দীগ্রামে পঞ্চায়েত প্রধানের পদত্যাগ ঘিরে বাড়ছে জল্পনা

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 13, 2022 | 12:58 AM

TMC in Nandigram: এর আগে মানুষকে সঠিক পরিষেবা না দিতে পারার জন্যে মারিশদা ৫ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানকে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন অভিষেক।

TMC in Nandigram: অভিষেকের বার্তা নাকি অন্য কারণ? নন্দীগ্রামে পঞ্চায়েত প্রধানের পদত্যাগ ঘিরে বাড়ছে জল্পনা
পদত্যাগ করেছেন প্রধান

Follow Us

নন্দীগ্রাম: আচমকা পদত্যাগ করলেন নন্দীগ্রামের ভেকুটিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতা দাস। সোমবার বিকেলে নন্দীগ্রাম ১-এর বিডিও-র সঙ্গে দেখা করে তিনি তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। কেন তিনি পদত্যাগ করলেন তা স্পষ্ট নয়। এই বিষয়ে কথা বলার জন্য বিডিও ,পদত্যাগী প্রধান ও তৃণমূলের ব্লক সভাপতিকে বারবার ফোন করা হলেও, কেউ ফোন তোলেননি। সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন, কাজ না করতে পারলে সরে যেতে হবে। এরই মধ্যে প্রধান আচমকা পদত্যাগ করায় বাড়ছে জল্পনা।

পদত্যাগের বিষয়ে তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান পীযূষ ভুঁইয়া বলেন, উনি অনেকদিন ধরে অসুস্থ ছিলেন। মানুষ সঠিকভাবে পরিষেবা পাচ্ছেন না। সে কারণে ওঁকে আমরা দু একমাস ছুটিতে যেতে বলেছিলাম। পদত্যাগের কোনও কথা বলা হয়নি। আমি সঠিক ভাবে জানিনা উনি পদত্যাগ করেছেন কিনা। বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখব।

বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়, পঞ্চায়েত প্রধানের পদত্যাগের কারণ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। তিনি বলেন, ‘এটি তৃণমূলের বিষয়। তবে উনি কী কারণে পদত্যাগ করলেন তা বলতে পারব না।’

উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর কাঁথির জনসভায় দাঁড়িয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন, যাঁরা কাজ করতে পারছেন না, সেইসব প্রধান, উপপ্রধান বা জনপ্রতিনিধিরা পদত্যাগ করুন।

এর আগে মানুষকে সঠিক পরিষেবা না দিতে পারার জন্যে মারিশদা ৫ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানকে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন অভিষেক। তবে ভেকুটিয়া পঞ্চায়েত প্রধানের পদত্যাদ নিয়ে উঠছে প্রশ্ন। পরিষেবা দিতে না পারার জন্য নাকি তৃণমূলের গোষ্ঠী দ্বন্দের কারণে পদত্যাগ করেছেন তিনি?

পঞ্চায়েত নির্বাচন আসন্ন, তার আগে নন্দীগ্রামে প্রধানের এই পদত্যাগের ঘটনা সহজ ভাবে নিচ্ছে না জেলার রাজনৈতিক মহল।