পূর্ব মেদিনীপুর: একুশের ভোটে চুকেছে মাত্র কয়েক মাস। এর মধ্যে আসন্ন নির্বাচন পুরসভা ও পঞ্চায়েত ভোটের দিকে চোখ রেখে অধিকারী গড়ে বুথস্তর থেকে সংগঠন সাজাচ্ছে তৃণমূল (TMC)। সংগঠনকে মজবুত করতে ভোকাল টনিক দিলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র।
একুশের বিধানসভা ভোটে পূর্ব মেদিনীপুরের ১৬ টি আসনের মধ্যে বিজেপি (BJP) ৭ টি আসনেই জয়ী হয়েছে। খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জেলার হাইভোল্টেজ বিধানসভা কেন্দ্রে প্রার্থী হওয়া সত্ত্বেও ভরাডুবি হয়েছে তৃণমূলের। যদিও তার অনেক কারণ রয়েছে বলেই ব্যাখ্যা রাজনৈতিক মহলের। বিধানসভা ভোটের সেই ব্যর্থতা ভুলে পুরসভা, পঞ্চায়েত এমনকি ২০২৪-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই বিরোধী নেতা শুভেন্দুর জেলায় নতুন করে সংগঠন সাজাচ্ছে তৃণমূল শিবির।
শনিবার এক বৈঠকে একেবারে বুথস্তরে সংগঠনকে ঢেলে সাজানোর বার্তা দিলেন রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র। জানালেন, ব্লক ও শহর সভাপতিদের শহর থেকে গ্রাম সর্বত্র সংগঠনের ভিত মজবুত করতে হবে। নিয়মিত যোগাযোগ রাখতে হবে কর্মীদের সঙ্গে। নিজেদের মধ্য়ে রাখতে হবে সুসম্পর্ক। মন্ত্রীর আশা, সাংগঠনিক কাজের ধারাবাহিকতা বজায় থাকলে সামনের সমস্ত ভোটেই ফসল ঘরে তোলা যাবে।
এদিন নিমতৌড়ি স্মৃতিসৌধে অনুষ্ঠিত হয় তমলুক লোকসভা কেন্দ্রীক তৃণমূল কংগ্রেস কমিটির প্রথম সাংগঠনিক সভা। সেখানে মন্ত্রী সৌমেন মহাপাত্র ছাড়া উপস্থিত ছিলেন তমলুক ইউনিটের জেলা তৃণমূল কমিটি-র চেয়ারম্যান তথা বিধায়ক বিপ্লব রায়চৌধুরী, সভাপতি দেবপ্রসাদ মণ্ডল এবং মহিলা সভানেত্রী শিবানী দে কুণ্ডু। ছিলেন জেলার যুব সভাপতি অভিষেক দাস, আইএনটিটিইউসি-র সভাপতি তাপস কুমার মাইতি এবং আইএনটিটিইউসি-র বিশেষ পর্যবেক্ষক সঞ্জয় ব্যানার্জি সহ ব্লক, শহর তৃণমূলের নেতৃত্ব, বিধায়ক এবং পঞ্চায়েত সমিতির সভাপতিরা।
সভায় বক্তব্য পেশ করতে গিয়ে মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন, “মোদী বিরোধী জোট প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ভার্চুয়াল বৈঠক সংগঠিত হয়েছে। ১৯ টি দলের নেতৃত্বকে নিয়ে কোর কমিটি গঠন করা হয়েছে। তার তিন নম্বরে নাম রয়েছে আমাদের নেত্রী মমতা ব্যানার্জির। অতএব, বুঝতেই পারছেন অভিমুখটা কে এবং কে দিক দেখাবেন। সেই জায়গায় আমাদের সঙ্ঘবদ্ধ হতে হবে। এক্ষেত্রে আপনারা আমাকে যে যেভাবে চাইবেন, যে দায়িত্ব দেবেন, যখন যেখানে যেতে বলবেন আমি কিন্তু আপনাদের সঙ্গে থাকব। সঙ্ঘবদ্ধ হওয়ার ক্ষেত্রে আমি অঙ্গীকারবদ্ধ।” আরও পড়ুন: ‘লাইনে কেন দাঁড়াবেন, আসুন…’ লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম বিক্রি করতে গিয়ে ধৃত যুবক