AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Purba Medinipur: খেজুরিতে ফুটল পদ্ম, ভগবানপুরে তৃণমূলের ‘নারীশক্তি’-র জয়

Purba Medinipur: খেজুরিতে জয় নিয়ে বিজেপির বক্তব্য, তৃণমূল সমবায় সমিতিতেও দুর্নীতি করেছে। মানুষ তাই তাদের প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে, ভগবানপুরে জয়ের পর তৃণমূলের বক্তব্য, বিরোধীদের কুৎসার বিরুদ্ধে জয় হয়েছে। এই জয় তৃণমূলের নারীশক্তির জয়। নারীশক্তি যে তৃণমূলের সঙ্গে রয়েছে, এটাই তার প্রমাণ।

Purba Medinipur: খেজুরিতে ফুটল পদ্ম, ভগবানপুরে তৃণমূলের 'নারীশক্তি'-র জয়
খেজুরিতে জয়ের পর বিজেপির মিছিল(বাঁদিকে), ভগবানপুরে জয়ের পর তৃণমূলের মিছিল (ডানদিকে)Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 18, 2025 | 4:09 AM
Share

খেজুরি ও ভগবানপুর: পূর্ব মেদিনীপুরের দুই বিধানসভার দুটি সমবায় সমিতির নির্বাচন। এক জায়গায় ফুটল পদ্ম। অন্য জায়গায় জিতল রাজ্যের শাসকদল তৃণমূল। খেজুরিতে জিতল বিজেপি। আর ভগবানপুরে জিতল ঘাসফুল শিবির। খেজুরিতে জিতে বিজেপির বক্তব্য, সমবায়ে দুর্নীতির জেরে মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে, ভগবানপুরে জিতে তৃণমূল বলছে, বাংলার নারীশক্তি তাদের সঙ্গে রয়েছে। এই জয় নারীশক্তির জয়।

খেজুরি বিধানসভা এলাকায় আমজাদ নগর, ঠাকুরচক সমবায় সমিতির পরিচালন প্রতিনিধি নির্বাচনে এদিন ভোট হয়। সকাল থেকেই টানটান উত্তেজনা ছিল নির্বাচনকে ঘিরে। কড়া পুলিশি নিরাপত্তা মধ্যে ১২টি আসনে ভোট হয়। এই সমিতির মোট ভোটার ৬৪৮। ভোট পড়ে ৪৩৮টি। দিনের শেষে বিজেপি জেতে ১১টি আসন। আর তৃণমূল ১টি আসন পায়। জয়ের পর এলাকায় গেরুয়া আবির উড়িয়ে মিছিল করেন গেরুয়া শিবিরের কর্মী ও সমর্থকরা। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সহ সভাপতি তাপস কুমার দোলই বলেন, তৃণমূল সমবায় সমিতিতেও দুর্নীতি করেছে। মানুষ তাই তাদের প্রত্যাখ্যান করেছে।

খেজুরিতে সমবায় সমিতির নির্বাচনে জয়ী বিজেপি

অন্যদিকে ভগবানপুর ১ ব্লকের গুরগ্রাম দিশারি বহুমুখী মহিলা সমবায় সমিতির নির্বাচন ছিল এদিন। এখনকার মোট ১৬টি আসনে ভোট হয়। একদিকে বিজেপির সঙ্গে সিপিএম জোট করে প্রার্থী দিয়েছে বলে তৃণমূলের অভিযোগ। তৃণমূল আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫টি আসনে জয়ী হয়। এদিন বাকি ১১টি আসনের জন্য ভোটগ্রহণ হয়। ফল ঘোষণা হলে দেখা যায়, সবমিলিয়ে ১২টি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করেছেন। আর বিরোধীরা ৪টি আসন পেয়েছে।

ভগবানপুরে সমবায় সমিতির নির্বাচনে জয়ী তৃণমূল

জয়ের পর প্রার্থীদের নিয়ে মিছিল করেন ভগবানপুর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভকান্তি বেরা, ভগবানপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপসুন্দর পণ্ডা। অরূপবাবু বলেন, “এই জয় উন্নয়নের পক্ষে জয়। বিরোধীদের কুৎসার বিরুদ্ধে জয়। এই জয় তৃণমূলের নারীশক্তির জয়। নারীশক্তি যে তৃণমূলের সঙ্গে রয়েছে, এটাই তার প্রমাণ।”