অবন্তিকা প্রামাণিক
Dec 07, 2021 | 8:07 PM
এগরা সারদা শষীভূষণ কলেজে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ মিছিল।
কলেজে নিয়ম বহির্ভূত ভাবে ভর্তি,কলেজ কর্মচারীদের দুর্নীতি, রাত ১০ টা পর্যন্ত কলেজ খোলা থাকা,এবং বহিরাগতদের আনাগোনা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করে তারা।
কলেজের প্রথম বর্ষের ছাত্র শুভজিত পন্ডা বলেন, "কলেজে নানা দুর্নীতি হচ্ছে তা কলেজের প্রিন্সিপালকে জানিয়েও কোনো লাভ হয়নি। টাকা-পয়সা নিয়ে কলেজে ভর্তি করানো হচ্ছে। ৩৫-এর উর্দ্ধে বয়স এরকম অনেকেই কলেজের মধ্যে যুক্ত রয়েছেন যাঁরা ছাত্র নয়। একাধিকবার কলেজ কর্তৃপক্ষকে জানিয়েও লাভ হয়নি।
তবে এ বিষয়ে কলেজের অধ্যাপক দীপককুমার তামিলি বলেন, "অবৈধভাবে কোনও ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে না,রেজিস্ট্রেশন করিয়ে ভর্তি হচ্ছে। যাঁরা অভিযোগ করছে তাঁরা মিথ্যা অভিযোগ করছে।"