Khejuri: খেজুরিতে ২ জনের কীভাবে মৃত্যু? ময়নাতদন্ত রিপোর্ট পেয়েই খোলসা করল পুলিশ
Khejuri: এদিন বিকেলে খেজুরি থানার অন্তর্গত হেঁড়িয়া তদন্ত কেন্দ্রে সাংবাদিক বৈঠক করেন কাঁথি গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার শুভেন্দ্র কুমার। তিনি বলেন, গত শনিবার খেজুরি ২ ব্লকের পূর্ব ভাঙনমারিতে যে দু'জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে, ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মৃত্যু হয়েছে তাঁদের।

খেজুরি: খেজুরিতে মেলা দেখতে গিয়ে ২ জনের মৃত্যুতে খুনের অভিযোগ করেছে পরিবার। আজ (সোমবার) খেজুরি বনধের ডাক দিয়েছিল বিজেপি। কিন্তু, এদিন ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পুলিশ জানাল, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই সুজিৎ দাস এবং সুধীর পাইক নামে ওই ২ জনের মৃত্যু হয়েছে। তবে পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত হচ্ছে বলে জানালেন কাঁথি গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার শুভেন্দ্র কুমার। এদিকে, বিজেপির পাল্টা বুধবার খেজুরিতে সভা রয়েছে তৃণমূলের।
এদিন বিকেলে খেজুরি থানার অন্তর্গত হেঁড়িয়া তদন্ত কেন্দ্রে সাংবাদিক বৈঠক করেন কাঁথি গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার শুভেন্দ্র কুমার। তিনি বলেন, গত শনিবার খেজুরি ২ ব্লকের পূর্ব ভাঙনমারিতে যে দু’জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে, ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মৃত্যু হয়েছে তাঁদের। ওইদিন সেখানে জলসার অনুমতি ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
এদিন ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছিল বিজেপি। বনধে বিক্ষিপ্ত অশান্তির জেরে মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান শুভেন্দ্র কুমার। আগামিদিনে খেজুরির আইনশৃঙ্খলা কড়া হাতে দমন করা হবে বলে তিনি জানান।
এদিকে, এদিন খেজুরিতে একটি মিছিলে যোগ দেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ২ জনের মৃত্যুর ঘটনাকে খুন বলেই তিনি দাবি করেন। বিরোধী দলনেতা বলেন, “এক ডাক্তার ফোন করে ময়নাতদন্তকারী চিকিৎসককে ফোন করে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে বলে লিখে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়াও, যখন অকুস্থলে দেহ পড়েছিল কেন বাড়ির লোককে না জানিয়ে পুলিশ দেহ তুলে নিয়ে গেল?”

