TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক
Dec 18, 2022 | 8:40 AM
সামনে পঞ্চায়েত ভোট। জমি শক্ত করতে মরিয়া সব দল। এমন আবহে কেন্দ্রের প্রকল্পগুলি কতটা মানুষের উপকারে লাগছে তা খতিয়ে দেখতে রাজ্যে আসছেন হেভিওয়েট মন্ত্রীরা। এবার দু'দিনের সফরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।কেন্দ্রীয় প্রকল্পগুলি মানুষের কতটা উপকারে লাগছে তা জানার জন্য জেলায় এসেছেন কেন্দ্রীয় শিশু ও নারী কল্যাণ দফতরের মন্ত্রী।
শনিবার রাত্রিবেলা কাঁথির কেনেলপাড়ে একটি চা দোকানে ঢুকতে দেখা যায় কেন্দ্রীয় মন্ত্রীকে। পরে চা-চপ চক্রে যোগ দেন তিনি।
শনিবার দুপুর ১টা নাগাদ কাঁথি এসে পৌঁছন কেন্দ্রীয় মন্ত্রী। গেরুয়া শিবির সূত্রে খবর, দেশের যেসব লোকসভা কেন্দ্রে বিজেপি কখনো জেতেনি সেইসব কেন্দ্রে রাত্রি বাস করবেন কেন্দ্রীয় মন্ত্রীরা। এই পরিকল্পনার অঙ্গ হিসেবে পূর্ব মেদিনীপুর এসেছেন স্মৃতি ইরানি।
বিজেপির বিভিন্ন শাখা সংগঠন ও বিজেপির কর্মকর্তাদের নিয়ে এই দু’দিনে একাধিক বৈঠক করবেন তিনি। আজ ঘুরে দেখবেন কাঁথির বিভিন্ন এলাকা। সেখানে স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলবেন তিনি।
শুধু তাই নয়, আজ দুপুরে মধ্যাহ্নভোজ সারবেন কাঁথি শহরের তপশিলি জাতি ও উপজাতি পরিবারের মানুষজনের বাড়িতে বলেই বিজেপি সূত্র বলছে