মোদীর সভার আগেই উত্তপ্ত কাঁথি, বিজেপি কর্মীদের ওপর ‘হামলা’

কাঁথিতে (Contai) আজ সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ভোট আবহে (West Bengal Assembly Election 2021) উত্তপ্ত কাঁথি। 

মোদীর সভার আগেই উত্তপ্ত কাঁথি, বিজেপি কর্মীদের ওপর 'হামলা'
কাঁথিতে উত্তেজনা
Follow Us:
| Updated on: Mar 24, 2021 | 9:56 AM

কাঁথি: কাঁথিতে (Contai) আজ সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তার আগেই উত্তপ্ত উত্তর ও দক্ষিণ কাঁথির কিছু এলাকা। বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ভোট আবহে (West Bengal Assembly Election 2021) উত্তপ্ত কাঁথি।

মঙ্গলবার রাতে কাঁথি পৌরসভার ২০ নং ওয়ার্ডে ৯০ নং বুথে ধর্মদাসবাড় গ্রামে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, বিজেপি কর্মীর বাড়িতে চড়াও হয় তৃণমূলের দুষ্কৃতী বাহিনী। লোহার রড ,বাঁশ নিয়ে চলে হামলা। মারধরে আহত হন বিজেপি মহিলা কর্মী। তাঁকে কটূক্তি করা হয় বলেও অভিযোগ।

উত্তর কাঁথি বিধানসভার ভাজাচাউলি অঞ্চলের ডুমুরবেড়িয়া বুথেও উত্তেজনা ছড়ায়। সেখানে কার্যকর্তা-সহ কাঁথি সাংগঠনিক জেলার ওবিসি মোর্চার সম্পাদক সুপর্ণ মন্ডলের ওপর হামলা হয় বলে অভিযোগ। সর্পাই বাজারে দুষ্কৃতীরা চড়াও হয় তাঁর ওপর। স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে কাঁথি হাসপাতালে ভর্তি করান।

আরও পড়ুন: মমতার সমর্থনে আগামিকাল বঙ্গে সভার হ্যাটট্রিক করবেন হেমন্ত

হামলা হয়েছে বিজেপির ৫১নং বুথের কার্যকর্তা অজিত মন্ডলের ওপরেও। বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে তাঁর ওপরেও হামলা হয়। সব কটি ঘটনাতেই অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। যদিও সব অভিযোগই অস্বীকার করেছে তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, বিজেপি নিজেদের মধ্যেই ঝামেলায় জড়িয়েছে। এর পিছনে তৃণমূলের কোনও হাত নেই।