কলকাতা: অশান্তি, হামলার অভিযোগ উঠছিল বারবার। ভোটের ঠিক (West Bengal Assembly Election 2021) আগেই বদলির নির্দেশ দেওয়া হল হলদিয়ার এসডিপিও-কে (Haldia SDPO) । তিনি নন্দীগ্রামের (Nandigram) দায়িত্বে ছিলেন। কমিশন সূত্রে খবর, হলদিয়ার এসডিপিও বরুণ বৈদ্যর বিরুদ্ধে ভোট পরিচালনায় নিরপেক্ষতার অভাবের অভিযোগ ছিল।
উল্লেখ্য, মঙ্গলবারই নন্দীগ্রামে প্রচার চালানোর সময়ে আক্রান্ত হন মীনাক্ষী মুখোপাধ্যায়। নন্দীগ্রামের ভূতনি মোড়ে ঘটনাটি ঘটে। আবার ময়নায় বিজেপি প্রার্থী অশোক দিন্দার ওপর আক্রমণ হয়। এরপর বাড়ানো হয় অশোক দিন্দার নিরাপত্তাও। Y ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয় তাঁকে। কিন্তু কেন বারবার নন্দীগ্রামে হামলা, অশান্তির অভিযোগ উঠছে. তাতে বিরক্ত হয় কমিশন।
দফায় দফায় বৈঠকে বসেন কমিশনের কর্তারা। নন্দীগ্রামের সব বুথই স্পর্শকাতর হিসাবে ঘোষণা করা হয়। সিদ্ধান্ত নেওয়া হয় নন্দীগ্রামের প্রতিটি বুথেই ৮ জন জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন থাকবেন। ভোটের ঠিক ৪৮ ঘণ্টা আগে হলদিয়ার এসডিপিওকে বদলির নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুন: ঘিরে ধরছেন মহিলারা! শুভেন্দুর নিরাপত্তায় এবার মহিলা সিআরপিএফ জওয়ান
অন্যদিকে, ভোটের ঠিক আগে সরানো হয় মহিষাদলের সিআই-কেও।বিচিত্রবিকাশ রায়ের জায়গায় মহিষাদেলের নতুন সিআই শীর্ষেন্দু দাস।বালিগঞ্জের রিটার্নিং অফিসার অরিন্দম মানিকে সরানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।