এগরা: ধুন্ধুমার পূর্ব মেদিনীপুরের এগরা। ভোট মিটলেও থামছে না অশান্তি। স্ট্রং রুমের সামনে তুমুল বিক্ষোভ বিজেপি-র। শুধু তাই নয়, পুলিশকে লক্ষ্য করে চলল ইট বৃষ্টি। পরিস্থিতি সামাল দিতে শেষমেশ লাঠিপেটা।
এগরা দু’নম্বর ব্লকের বালিঘাই হাইস্কুলের ঘটনা। রবিবার রাত্রিবেলা সেখানেই বিক্ষোভ দেখাতে থাকেন গেরুয়া কর্মীরা। তাঁদের অভিযোগ, রাত্রিবেলা তৃণমূল কর্মীরা স্ট্রং রুমের ভিতরে ঢুকে ভোট কারচুপি করছে। সেই কারণে একদল বিজেপি কর্মী রাত্রিবেলা এসে পাহারা দিতে থাকেন। এরপরই বচসা জড়ায় তৃণমূলের সঙ্গে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী।পুলিশের ওপর শুরু হয় ইট বর্ষণ। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। উত্তেজনা এলাকায়।
স্থানীয় এক বিজেপি নেতা বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশ ছিল প্রতিটি রাজনৈতিক দলের দু’জন প্রতিনিধি স্ট্রং রুমের পাহারায় থাকবেন। তবে রাত্রি ১০টার সময় ডিউটি অফিসার আমাদের প্রতিনিধিদের ভিতরে ঢুকতে বাধা দেন। এই বাধার জন্যই উত্তেজনা সৃষ্টি হয়। খবর পাওয়ার পরই দ্রুত এখানে পৌঁছে যান সকলে।” অপর এক নেতৃত্ব বলেন, “এখানে ব্যালট বাক্স চুরি হচ্ছে। যারা শাসকদলের লোকজন তাঁরাই চুরি করছে।”