কাঁথি: মনোনয়ন পর্ব শেষ। তার মাঝেই প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাইয়ে বেনিয়মের অভিযোগ তুলে খোদ দলের ব্লক সহ সভাপতি বিরুদ্ধে সরব তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। সরগরম পূর্ব মেদিনীপুরের পটাশপুর। বৃহস্পতিবার দলীয় কর্মসূচি থেকে পটাশপুর দু’নম্বর ব্লক তৃণমূলের সহ সভাপতি স্বপন মাইতির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল পরিচালিত আড়গোয়াল অঞ্চলের উপপ্রধান অপরেশ সাঁতরা।
অপরেশ সাঁতরার অভিযোগ, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বেনিয়ম হয়েছে। আর তার নেপথ্যে তৃণমূল নেতা স্বপন মাইতির হাত রয়েছে। শুধু তাই নয়, স্বপন মাইতির বিরুদ্ধে আর্থিক তছরুপেরও অভিযোগ করেছেন তিনি।
দলের অন্দরেই এক নেতার বিরুদ্ধে আরেক নেতা সরব হওয়ায় কর্মী অনুগামীরাও আড়াআড়িভাবে বিভক্ত হয়ে পড়েছেন। দলীয় কর্মসূচি থেকেও কোনও বিরোধী নেতৃত্বের বিরুদ্ধে নয়, দলের নেতার বিরুদ্ধে স্লোগান চড়ান তাঁরা। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন পটাশপুর দু’নম্বর ব্লক তৃণমূলের সহ সভাপতি স্বপন মাইতি।
স্বপন মাইতির বক্তব্য, প্রার্থী বাছাইয়ের দায়িত্ব তাঁর হাতে ছিল না। কোনও কিছু না জেনেই কেবল ব্যক্তিগত আক্রোশ থেকেই এই ধরনের কথা বার্তা বলা হচ্ছে।
পঞ্চায়েত ভোটের আগে শুভেন্দুর গড়ে তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্বের কোনও প্রভাব পড়ে কি না, তা সময় বলবে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, মনোনয়নপর্ব শেষ হয়েছে। এখানকার মানুষ প্রকৃত লড়াই দেখছে। বিরোধী দলের বিরুদ্ধে লড়াইকে মানুষ সম্মান দেবে।