পূর্ব মেদিনীপুর: বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগে উত্তপ্ত হল ময়না। শাসকদলের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠলেও তারা তা অস্বীকার করেছে। বুধবার গভীর রাতে ময়না বিধানসভার ইসমাইলচকে বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করার অভিযোগ ওঠে। অভিযোগের আঙুল তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। বোমাবাজির ঘটনায় বেশ কয়েকজন গুরুতর জখমও হন বলে অভিযোগ।
অভিযোগ, বুধবার রাত ৯টা নাগাদ ময়না বিধানসভার বাকচা গ্রামপঞ্চায়েতে ইসমাইলচকে বোমাবাজি হয়। এলাকায় একাধিক বোমা পড়ে বলে অভিযোগ। বিজেপি কর্মী সমর্থকদের দোকানপাট-সহ বাড়িতে লুঠপাটের অভিযোগ ওঠে। আহতদের ময়না গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ময়না থানার পুলিশ। গোটা এলাকায় পুলিশি টহল চলছে। এক সন্তানসম্ভবা মহিলাও ভয় পেয়ে যান এই ঘটনায়।
অসুস্থ ওই মহিলা সোমাশ্রী বারিক বলেন, “এখন সুস্থ আছি। চিকিৎসা করাতে চিকিৎসকের কাছে যাই। তবে অন্যান্য দিনের তুলনায় শরীরে একটা অস্বস্তি রয়েছে।” এলাকার এক বাসিন্দার কথায়, ভোট আসছে, এলাকা অশান্ত হচ্ছে। এখন এই চিন্তাতেই কাটাতে হবে।”
স্থানীয় বিজেপি নেতা পঞ্চানন মণ্ডলের বক্তব্য, ভয় পাচ্ছে শাসকদল। তাই এলাকা অশান্ত করে রেখেছে। বিধায়ক অশোক দিন্দার নেতৃত্বে বিশাল মিছিল হবে জানে। ওদের সঙ্গে মানুষ না থাকায় পুলিশকে সঙ্গে নিয়ে এলাকা অশান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ তোলেন তিনি। একইসঙ্গে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার না করা হলে বড়সড় প্রতিবাদে শামিল হবেন বলেও জানান তাঁরা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, বিজেপি নতুন করে এলাকা দখল করার জন্য সন্ত্রাস সৃষ্টি করছে। ময়না থানার ভারপ্রাপ্ত পুলিশ অধিকারিক কৃষ্ণেন্দু প্রধান বলেন, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণ রয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।”