পূর্ব মেদিনীপুর: ‘স্বামীর ভাল চাইলে নির্বাচন থেকে সরে দাঁড়ান….’, মধ্য রাতে দুয়ারে পৌঁছল সাদা থানা, সঙ্গে ফুলের মিষ্টি, মালা। আর হাতে লেখা একটা চিঠি। রাজ্যের পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হতেই মনোনয়নপর্ব ঘিরে বিভিন্ন এলাকা থেকে অশান্তির খবর আসতে থাকে। মনোনয়নপর্ব মিটতে আরও এক ধাপ এগিয়ে কার্যত প্রাণনাশের হুমকি। ঘটনাটি ঘটেছে কাঁথি ১ নম্বর ব্লক এলাকার সাবাজপুট গ্রাম পঞ্চায়েতে। ১৯৬ বুথের বিজেপির মনোনীত প্রার্থী নীলিমা দত্তর বাড়িতে রাতে কে বা কারা সাদা শাড়ি, ফুলের মালা, মিষ্টি এবং সঙ্গে একটি সাদা চিরকুট ফেলে রেখে আসা হয়। তাতে লেখা রয়েছে ‘স্বামীর ভাল চাইলে নির্বাচন থেকে সরে দাঁড়া।’
নীলিমা জানাচ্ছেন, সোমবার রাতে ঘুমোতে যাওয়ার সময় কিছু ছিল না বাড়ির বাইরে। ভোর রাতে ৪টের দিকে প্রাতঃভ্রমণে বেরনোর সময়ে নীলিমার শ্বশুর প্রথম ওই সব পড়ে থাকতে দেখতে পান। এলাকায় শোরগোল পড়ে যায়।
বেলা বাড়তেই সকাল থেকে একে একে বাড়িতে আসতে থাকেন বিজেপির কর্মী সমর্থকরা। দলীয় কর্মীরা জানাচ্ছেন, “একটি ভয়ের বাতাবরণ তৈরি করার জন্যই এই ঘটনা ঘটাচ্ছে কেউবা কারা।” প্রার্থী নীলিমা দত্তের পরিবারের লোকজন তবে তাঁদের অবস্থানে অনড়। তাঁদের বক্তব্য, ভয় দেখিয়ে তাঁদের আটকানো যাবে না। পরিবারের এক সদস্য বলেন, “আমরা যথারীতি ভোটে লড়াই করবই। এই ঘটনা আরও জেদ বাড়িয়ে দিল আমাদের।”
কাঁথি ১ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি গণেশ মহাকুড় বলেন, “আমি আশ্বস্ত করছি, এই ধরনের ঘটনার সঙ্গে তৃণমূল কোনওভাবেই জড়িত নয়। এখান তো নির্বাচনের আদর্শ আচরণবিধি জারি রয়েছে, তাই আমাদের কর্মীরা কারোর গায়ে চড়ও মারছেন না। “